Logo
Logo
×

অর্থনীতি

ছোট মূলধনের কোম্পানিতেই আটকা বিনিয়োগকারীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম

ছোট মূলধনের কোম্পানিতেই আটকা বিনিয়োগকারীরা

ছোট মূলধনের দুর্বল কোম্পানিতেই দীর্ঘদিন আটকে আছে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। প্রতিদিন যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়, তার বেশির ভাগই দুর্বল। মঙ্গলবারও তার ব্যতিক্রম ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষ দশের তালিকায় থাকা বেশ কয়েকটি কোম্পানি নামসর্বস্ব। 

এই ১০ কোম্পানি মিলে মঙ্গলবার ১৭১ কোটি টাকা লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩২ শতাংশ। সামগ্রিকভাবে আলোচ্য দিনে ডিএসইতে ৫৪৫ কোটি টাকা লেনদেন হয়েছে। তবে মূল্যসূচকে উলে­খযোগ্য কোনো পরিবর্তন আসেনি।  

বাজার বিশ্লেষণে দেখা ডিএসইতে মঙ্গলবার ৩০৯টি কোম্পানির ১২ কোটি ৯২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের, কমেছে ৮৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে দশমিক ৯৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৬ পয়েন্টে নেমে এসেছে। 

ডিএসই-৩০ মূল্যসূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট কমে ২ হাজার ১৩০ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ৭৯ হাজার কোটি টাকায় নেমে এসেছে। 

শীর্ষ দশ কোম্পানি : মঙ্গলবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো-ফু-ওয়াং ফুড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, মনোস্পুল পেপার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, খান ব্রাদার্স পিপি, শমরিতা হাসপাতাল, সেন্ট্রাল ফার্মা এবং আরডি ফুড। ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-খুলনা প্রিন্টিং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, অলিম্পিক এক্সেসরিজ, অ্যাপেক্স ফুটওয়্যার, ওআইমেক্স ইলেক্ট্রোড, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, সেন্ট্রাল ফার্মা, আজিজ পাইপস, আরডি ফুড ও শমরিতা হাসপাতাল। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো-ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট, এডিএন টেলিকম, কোহিনূর কেমিক্যাল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, হাক্কানী পাল্প ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্স।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম