Logo
Logo
×

অর্থনীতি

ব্যাংকে তারল্য সংকটের প্রভাব

কলমানির সুদ বেড়ে পৌনে ৯ শতাংশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৯:০৮ পিএম

কলমানির সুদ বেড়ে পৌনে ৯ শতাংশ

তারল্য সংকট মোকাবিলায় দৈনন্দিন চাহিদা মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করার পরিমাণ বাড়িয়েছে। এতে কলমানির সুদের হার বেড়েছে। রোববার পর্যন্ত কলমানির সুদের হার সর্বোচ্চ সাড়ে ৮ শতাংশের মধ্যে সীমিত থাকলেও সোমবার তা সামান্য বেড়ে পৌনে ৯ শতাংশে উঠেছে। স্বল্প মেয়াদি বিভিন্ন উপকরণে ধারের সুদ হার সর্বোচ্চ ১০ শতাংশে অপরিবর্তিত থাকলেও সর্বনিম্ন সুদ হার বেড়ে যাচ্ছে।

একদিনের জন্য কলমানিতে সোমবার লেনদেন হয়েছে ৪ হাজার ৫৩৮ কোটি টাকা। স্বল্প মেয়াদি ধারের আওতায় লেনদেন হয় ৬০৩ কোটি টাকা। মোট লেনদেন হয় ৫ হাজার ১৪১ কোটি টাকা। কলমানিতে সুদের হার ছিল সর্বোচ্চ পৌনে ৯ শতাংশ। আগের দিন এ হার ছিল সাড়ে ৮ শতাংশ। সর্বনিম্ন হার ছিল পৌনে ৭ শতাংশ। ফলে গড় হার আগের দিনের চেয়ে কিছুটা কমে ৭ দশমিক ৭৬ শতাংশ হয়েছে। রোববার ছিল ৭ দশমিক ৮০ শতাংশ। মাসখানেক আগে কলমানির সুদের হার ৭ শতাংশের মধ্যে সীমিত ছিল। এর আগে এ হার আরও কম ছিল। কেন্দ্রীয় ব্যাংক মৌখিকভাবে বাজারে হস্তক্ষেপ করে কলমানি ও স্বল্প মেয়াদি সুদের হার একটি সীমার মধ্যে রেখেছে বলে ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম