শেয়ারবাজারে চলতি মাসের সর্বনিম্ন লেনদেন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৯:৪৪ পিএম
শেয়ার বাজারে লেনদেন কমছেই। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৮ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসইর এ লেনদেন চলতি মাসের মধ্যে সর্বনিম্ন। একইভাবে কমেছে মূল্যসূচক ও বাজারমূলধন। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় শেয়ার বাজারে এই সংকট। বিশেষ করে ২৮ অক্টোবরকে থেকে কেন্দ্র করে সারা দেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। বাজারেও এর প্রভাব পড়েছে।
আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে। এই সমাবেশকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব পড়ছে শেয়ার বাজারে। দিন শেষে বৃহস্পতিবার ডিএসইতে ৩২৭টি কোম্পানির ৬ কোটি ৪১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩৭৮ কোটি টাকা। আগের দিন লেনদেন হয় ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসেবে সপ্তাহের শেষ দিনে লেনদেন কমেছে ১০০ কোটি ৬৮ লাখ টাকা। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১০৪টি এবং ১৭৯টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক ৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৫ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে নেমে এসেছে।
বৃহস্পতিবার ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে তারমধ্যে প্রথমেই ছিল এমারেল্ড অয়েল। এদিন প্রতিষ্ঠানটির ১৫ কোটি ৯৩ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের ১২ কোটি ৭৮ লাখ টাকা এবং ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড। এছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, ফু-ওয়াং ফুড, সি পার্ল বিচ রিসোর্ট, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মুন্নু এগ্রো, বিচ হ্যাচারি এবং প্রভাতী ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৬টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৩০ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংকেরই লেনদেন ৫২১ কোটি টাকা।