Logo
Logo
×

অর্থনীতি

আমদানি করা খেজুর ও কাজুবাদামে ২৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৯:৩৪ পিএম

আমদানি করা খেজুর ও কাজুবাদামে ২৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব

২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আমদানি করা কাজুবাদামে কর ২৭ দশমিক ৭৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে করে আমদানি করা কাজুবাদামের দাম বাড়বে। এছাড়া ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্কে ভরপুর খেজুর আমদানিতে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। 

বৃহস্পতিবার প্রস্তাবিত জাতীয় বাজেটে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কাজুবাদাম উৎপাদিত হচ্ছে এবং উৎপাদিত কাজুবাদামকে প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা গড়ে উঠেছে। তাই স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য খোসা ছাড়ানো কাজুবাদামের আমদানিতে সর্বমোট করভার ১৫ দশমিক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৪৩ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। 

তিনি বলেন, আমদানি পর্যায়ে বর্তমানে তাজা ও শুকনো খেজুরের ওপর আরোপিত মোট করভারে পার্থক্য রয়েছে। তাই সব ধরনের খেজুরের আমদানি পর্যায়ে সর্বমোট করভার বৃদ্ধিপূর্বক শুল্ককর সমতা বিধানের প্রস্তাব করছি। উভয় ধরনের খেজুর আমদানিতে আমদানি শুল্ক ২৫ শতাংশ এবং ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম