Logo
Logo
×

অর্থনীতি

ফোর্বসের সেরা উদ্যোক্তাদের তালিকায় ৭ বাংলাদেশি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:৫৯ পিএম

ফোর্বসের সেরা উদ্যোক্তাদের তালিকায় ৭ বাংলাদেশি

মার্কিন সাময়িকী ফোর্বস প্রতিবছরই সম্ভাবনাময় তরুণ সংগঠক, উদ্যোক্তা ও উদ্ভাবকের তালিকা প্রকাশ করে। ২০২৩ সালের তালিকা প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। 

ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে, এবারের সফল এশীয় তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন ৭ বাংলাদেশি। মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন, সামাজিক প্রভাব ও কনজ্যুমার টেকনোলজি ক্যাটাগরিতে রয়েছেন ওই সাত বাংলাদেশি।

এ সাতজন এশিয়ার ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন। এবারের শীর্ষ এশীয়দের তালিকায় ১০টি ক্যাটাগরিতে ৩০ জন করে মোট ৩০০ জনের জায়গা হয়েছে। 

তার মধ্যে সাত বাংলাদেশি হলেন-রুবাইয়াত ফারহান, তাসফিয়া তাসবিন, জাহ্নবী রহমান, আজিজ আরমান, দীপ্ত সাহা, আনোয়ার সায়েফ ও সারাবান তাহুরা। যাদের সবার বয়স ৩০ বছরের কম। 

মার্কোপলো ডটএআই’র সহ-প্রতিষ্ঠাতা রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন রয়েছেন তালিকার মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে তাদের প্রতিষ্ঠান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল্যাক্সির সহ-প্রতিষ্ঠাতা জাহ্নবী রহমান রয়েছেন সামাজিক প্রভাব ক্যাটাগরিতে। মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশি তরুণদের ডিজিটাল প্ল্যাটফরমে সহায়তা দিয়ে থাকে রিল্যাক্সি। 

একই ক্যাটাগরিতে আছেন টার্টল ভেনচারের সহ-প্রতিষ্ঠাতা আনোয়ার সায়েফ ও সারাবান তাহুরা। 

স্থানীয় উদ্যোক্তাদের মূলধন সহায়তা করে থাকে টার্টল ভেনচার। এছাড়া যানবাহনের প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান যাত্রীর সহ-প্রতিষ্ঠাতা আজিজ আরমান আছেন তালিকায় কনজ্যুমার টেকনোলজি ক্যাটাগরিতে। অ্যাগ্রোশিফট টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা দীপ্ত সাহাও কনজ্যুমার টেকনলোজি ক্যাটাগরিতে তালিকায় স্থান পেয়েছেন। 

সরাসরি কৃষকদের থেকে ফসল এনে ভোক্তার কাছে বিক্রি করে প্রতিষ্ঠানটি। 

২০১১ সাল থেকে প্রতিবছর এশিয়ার ৩০ বছরের কম বয়সি ৩০ জন সেরা উদীয়মান তরুণের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। 

২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ২৫ জন বাংলাদেশি বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় ফোর্বসের এ তালিকায় জায়গা করে নিয়েছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম