Logo
Logo
×

অর্থনীতি

হিলি স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি স্বাভাবিক

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৫:০৪ এএম

হিলি স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি স্বাভাবিক

ফাইল ছবি

মহান স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে টানা দুদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।

রোববার দুপুর ১২টার পর থেকে ভারতের পণ্য আমদানিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।

তিনি জানান, শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল।

রোববার দুপুর ১২টার পর থেকে ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সকাল থেকে ভারত হতে পণ্য আমদানি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বন্দরের ওয়্যার হাউস সুপার রেজাউল হকের মৃত্যুতে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।

দুপুর ১২টার পর ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করছে। সেই সঙ্গে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস ভর্তি ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম