Logo
Logo
×

অর্থনীতি

হোন্ডা বাজারে এনেছে নতুন সিবি হর্নেট ১৬০আর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ১১:২২ এএম

হোন্ডা বাজারে এনেছে নতুন সিবি হর্নেট ১৬০আর

হোন্ডা সিবি হর্নেট ১৬০আর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) বাজারে এনেছে নতুন মডেলের মোটরসাইকেল সিবি হর্নেট ১৬০আর।

এই মোটরসাইকেলে শক্তিশালী ইঞ্জিন আর নান্দনিক স্টাইলের সঙ্গে আছে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) ও অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।

বিশ্বখ্যাত হোন্ডা সিবি হর্নেট সিরিজ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বাজারজাত করার সঙ্গে সঙ্গে দারুণ জনপ্রিয়তা পায়। ফলে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে বিক্রি হয় ২৪ হাজার মোটরসাইকেল। 

নতুন সিবি হর্নেট ১৬০আর সিবিএস এবং এবিএস মডেল দুটি আসলে উন্নত কর্মক্ষমতা, নজরকাড়া স্টাইল, স্বাচ্ছন্দ্য এবং উপযোগিতার সম্পূর্ণ প্যাকেজ।

শক্তিশালী পারফরম্যান্স: উন্নত হোন্ডা ইকো টেকনোলজি (এইচইটি) বিএস-আইভি পরিশুদ্ধ ইঞ্জিন যা ১৫.১ পিএস @ ৮৫০০ আরপিএম এবং টর্কে ১৪.৫ এনএম @ ৬৫০০ আরপিএম শক্তি উৎপাদন করে ৫৮ কেএমপিএল-এর দারুণ মাইলেজ দিতে সক্ষম (বুয়েটের পরীক্ষা অনুযায়ী)।

নজরকাড়া স্টাইল: নতুন ও আকর্ষণীয় গ্রাফিক নকশা ও নীল ব্যাকলাইটের সঙ্গে আরও আছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, নতুন হাই-লো বিম সুইচ, দৃষ্টিনন্দন ফ্রন্ট ভাইজর, অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন ট্যাঙ্ক, এক্স-আকৃতির এলইডি টেল লাইট আর আকর্ষণীয় টপ ব্রিজ।
স্বাচ্ছন্দ্য: মনো-সাসপেনশন, ২৭৬ মিমি পেটাল ডিস্ক ব্রেকের সাথে আছে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) বা অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস), হ্যাজার্ড লাইট এবং উন্নতমানের সুইচ।

উপযোগিতা: ও-রিং চেইন, এমএফ ব্যাটারি, ভিসকস এয়ার ফিল্টার।

নতুন সিবি হর্নেট ১৬০আর দেশজুড়ে সব হোন্ডা এক্সক্লুসিভ অথোরাইজড ডিলার্স শোরুমে পাওয়া যাচ্ছে। সিবি হর্নেট ১৬০আর সিবিএস-এর খুচরা মূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা এবং সিবি হর্নেট ১৬০আর এবিএস-এর খুচরা মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। 

স্ট্রাইকিং গ্রিন, স্পোর্টস রেড, অ্যাথলেটিক ব্লু মেটালিক ও মার্স অরেঞ্জ- এই৪টি আকর্ষণীয় রঙে পাওয়া নতুন সিবি হর্নেট ১৬০আর। গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ওয়ারেন্টি পলিসি। ২ বছর অথবা ২০ হাজার কিমি যেটা আগে সম্পূর্ণ হবে সেই অনুযায়ী পাওয়া যাবে ৪টি বিনামূল্যের পরিষেবা। 

নতুন সিবি হর্নেট ১৬০আর দেশের সব হোন্ডা এক্সক্লুসিভ অথোরাইজড ডিলার্স শোরুমে পাওয়া যাচ্ছে। দেখতে এবং বুক করতে ক্রেতারা কাছাকাছি যে কোনো শোরুম ঘুরে আসতে পারেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম