Logo
Logo
×

অর্থনীতি

৩ দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধন করলেন জয়

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০১:১৬ পিএম

৩ দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধন করলেন জয়

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’-এ প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে এ মেলা।

মেলায় পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির (ফাইভজি) বিভিন্ন দিকসহ দেশের ডিজিটাল উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে।

তিন দিনব্যাপী মেলার প্রথম দিনের প্রথম পর্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১৪টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে। মেলায় সরকারের মন্ত্রীরা ছাড়াও দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক মন্ত্রণালয়ের সচিব নূর উর রহমান, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম