Logo
Logo
×

অর্থনীতি

১০ ‘অসাধারণ' তরুণকে স্বীকৃতি দেবে জেসিআই

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৩ পিএম

১০ ‘অসাধারণ' তরুণকে স্বীকৃতি দেবে জেসিআই

জেসিআই। ছবি: সংগৃহীত

ব্যবসায়িক অর্জন, অসামান্য নেতৃত্ব, চিকিৎসা আর সংস্কৃতিতে অবদান রেখেছে এমন ১০ জন তরুণকে স্বীকৃতি দেবে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। 

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ইরফান ইসলাম বলেন, জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্বের ১২০টি দেশে কাজ করছে জেসিআই, ১৯৭২ সাল থেকে বাংলাদেশে কাজ শুরু করে সংস্থাটি। আমরা তরুণদের নানা উদ্যোগের জন্য তাদের উদ্যোগকে স্বীকৃতি দিয়ে থাকি। এ বছর আমরা ব্যবসায়িক অর্জন, অসামান্য নেতৃত্ব, চিকিৎসা আর সংস্কৃতিতে অবদান, রেখেছে এমন ১০ জন তরুণকে বেছে নিয়েছি।

তিনি আরও বলেন, টয়োপ বাংলাদেশের জন্য মনোনয়ন উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং ইতিমধ্যে বিজয়ী নির্বাচন সম্পন্ন করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হবে। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে এ সময় জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ফায়াজ আতিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট সারাহ কামাল, কোষাধ্যাক্ষ ও টয়োপ কমিটির চেয়ার সাকিব আহমেদ, ভাইস-প্রেসিডেন্ট ও টয়োপ কমিটির কো-চেয়ার ফখর উছ সালেহীন নাহিয়ান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম