Logo
Logo
×

অর্থনীতি

ফারমার্স ব্যাংক বদলে পদ্মা ব্যাংক

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ১০:৫৮ পিএম

ফারমার্স ব্যাংক বদলে পদ্মা ব্যাংক

ফারমার্স ব্যাংক। ছবি সংগৃহীত

ফারমার্স ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে।  নতুন নাম পদ্মা ব্যাংক লিমিটেড। 

ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগে সমালোচিত ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক’ করার অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছিল বর্তমান পরিচালনা পর্ষদ।  ব্যাংকটির নতুন এই নামের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানতে চাইলে জ্যেষ্ঠ ব্যাংকার মো. শফিকুর রহমান যুগান্তরকে বলেন, নাম পরিবর্তন করে অপরাধ ঢাকা যায় না। তাহলে তো যে কেউ অপরাধ করে নাম পরিবর্তন করে চলতে পারে। ফারমার্স ব্যাংকের আস্থা ফেরাতে হলে অনেক কাজ করতে হবে।  পর্ষদ, ব্যবস্থাপনায় শতভাগ সুশাসন নিশ্চিত করতে হবে।  তা না হলে নাম পরিবর্তনে পার পাওয়া যাবে না।   
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক লিমিটেড নামকরণ’ শীর্ষক এক সার্কুলারে বলা হয়েছে, ২০১৯  সালের ২৯ জানুয়ারি মঙ্গলবার থেকে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড  এর নাম ‘পদ্মা ব্যাংক লিমিটেড’  হিসেবে পরিবর্তন করা হয়েছে।
সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।  যাত্রার তিন বছরেই ধুঁকতে থাকা ফারমার্স ব্যাংকে ব্যাপক অনিয়মের জন্য ব্যাংকটির প্রতিষ্ঠাতাদের দায়ী করেছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 
চাপের মুখে গত বছরের শুরুতে চেয়ারম্যান পদ ছাড়তে হয় ব্যাংকের প্রতিষ্ঠাতা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরকে।
২০১৬ সালে শত শত কোটি টাকা অনিয়ম দেখে ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
ফারমার্স ব্যাংকের ৬০ শতাংশের বেশি শেয়ারের মালিক এখন রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশান অব বাংলাদেশ।  ২০১৩ সালে ব্যাংকটির যাত্রা শুরু হয়। 
ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের কারণে ২০১৮ সালের প্রথম দিকে সরকারের হস্তক্ষেপে ডুবতে থাকা এই ব্যাংকটির বেশিরভাগ শেয়ার রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং আইসিবি কিনে নেয়।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম