Logo
Logo
×

অর্থনীতি

দেশজুড়ে প্রথমবারের মতো শুরু হলো আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড

Icon

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ০৯:৩৭ এএম

দেশজুড়ে প্রথমবারের মতো শুরু হলো আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড

প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হলো আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড। দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে ১০ অক্টোবর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

১৪ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীরা অনলাইনে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে নির্বাচিত প্রথম ২৪ জনকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াডের গালা রাউন্ড।

চূড়ান্ত বিজয়ীদের জন্য রয়েছে আধুনিক ল্যাপটপ, শিক্ষা সহায়ক অ্যাপ সম্বলিত মোবাইল ফোনসহ আকর্ষণীয় নানা উপহার।

আইডিএলসির সিইও ও এমডি আরিফ খান বলেন, বাংলাদেশের অন্যতম স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে তরুণ প্রজন্মকে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমে সচেতন ও দক্ষ করে তোলা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ আর তরুণদের জন্য শিক্ষণীয় ও নতুন কিছু করার অদম্য আগ্রহ থেকেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।

বিস্তারিত জানতে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী ছাত্রছাত্রীরা ভিজিট করতে পারেন নিম্নোক্ত লিংকে- www.idlc.com/olympiad

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম