
প্রিন্ট: ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম
‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল ‘শ্বশুরবাড়িতে ঈদ’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:১৫ পিএম

ছবি: যুগান্তর
আরও পড়ুন
দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর, যিনি ছোট ও বড়পর্দায় সমানভাবে সফল। বিশেষ করে ছোটপর্দায় কমেডি ঘরানার নাটক করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে এবার নিলয়ের ক্যারিয়ার জীবনে নতুন একটি মাইলফলক অর্জিত হয়েছে। তার অভিনীত নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’ ৫৪ মিলিয়ন ভিউ পেয়েছে, যা ৮ বছর আগে মুক্তি পাওয়া জিয়াউল ফারুক অপূর্বের ‘বড় ছেলে’ নাটকের রেকর্ড ভেঙেছে।
নিলয় আলমগীর সবসময়ই তার অভিনয়ে ভিন্ন ধরনের চরিত্রে দেখা দেন। সম্প্রতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই নাটকটির মাধ্যমে। ‘শ্বশুর বাড়িতে ঈদ’ নাটকটি গত বছর মুক্তি পায় এবং ইউটিউবের মাধ্যমে আজ ৫৪ মিলিয়ন ভিউ পেরিয়ে গেছে, যা অপূর্বের নাটকের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
আট বছর আগে মুক্তি পাওয়া ‘বড় ছেলে’ নাটকটি এতদিন ছিল ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া নাটক (৫ কোটি ৪১ লাখ ৮২ হাজার)। সেই রেকর্ড ভেঙেছে ছোটপর্দার ‘জামাই’খ্যাত নিলয় আলমগীর অভিনীত ‘শ্বশুরবাড়িতে ঈদ’। ১১ মাস আগে ইউটিউবে এসেছে মহিন খানের নাটকটি, গতকাল পর্যন্ত এটির ভিউ ৫ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার।