Logo
Logo
×

বিনোদন

এক হাউজে নোবেলের ২০ বছর!

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম

এক হাউজে নোবেলের ২০ বছর!

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল। স্টেজ শো, বিজ্ঞাপন এবং অভিনয়ে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি। বিশেষ করে মডেলিং জগতে তিনি অনন্য। তাকে অনেকেই আইডল মানেন। 

সাম্প্রতিক সময়ে অভিনয়ে তিনি অনিয়মিত। তবে এখনও মডেলিং করছেন। আশ্চর্য হলেও সত্যি, একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছর ধরে কাজ করছেন নোবেল। শুধুই ভালোবাসার তাগিদে ফ্যাশন হাউস ‘ইনফিনিটি’-তে বিগত দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন এ মডেল অভিনেতা। কোনো চুক্তি বা নিষেধাজ্ঞা নেই, তবুও অন্যান্য প্রতিষ্ঠান থেকে কাজের প্রস্তাব এলেও তিনি তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানটির সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এমনটাই জানান এ মডেল। এরইমধ্যে নোবেল প্রতিষ্ঠানটির আগামী ঈদ কালেকশনের কাজে অংশ নিয়েছেন। করেছেন ফটোশুট। 

এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে তাদের প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কটা অনেকটাই পারিবারিক হয়ে উঠেছে। আমাকে ঘিরে তাদের স্পেশাল প্ল্যান থাকে সবসময়, আমিও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যথারীতি আগামী ঈদের জন্য তাদের কাজ করেছি। রাজধানীর বনানী শেরাটনে কাজ হয়েছে এবার। আমাকে নিয়ে তাদের প্ল্যান, পুরো ইউনিটের আন্তরিকতা এবং ভীষণ পরিপাটি গুছানো কাজ তাদের। সবমিলিয়ে তাদের সঙ্গে কাজ করে আমি সন্তুষ্ট থাকি।’ এদিকে বিজ্ঞাপনে দেখা গেলেও নাটকে আপাতত কাজ করছেন না বলে জানিয়েছেন নোবেল।

অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিন্তু অভিনয়ের মানুষ নই। যা করেছি আসলে অনুরোধে করেছি। করতে করতে দেখলাম যে, অনেক নাটকেই অভিনয় করা হয়েছে। তাতে আমার কাছে মনে হলো এটা ওভার ডোজ হয়ে যাচ্ছে। যে কারণে এখন আর অভিনয় করছিনা। তাছাড়া এরইমধ্যে কিছু স্ক্রিপ্ট এসেও ছিল। তাতে আমার কাছে নতুন কিছুই মনে হলোনা যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করবে।’ 

ঈদে নতুন কোনো কাজে দেখা যাবে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও ঠিক করিনি। তবে না যাওয়ারই সম্ভাবনা। সময় হলেই সবাই জানতে পারবেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম