Logo
Logo
×

বিনোদন

যে পাঁচ পাকিস্তানি সিরিজ না দেখলেই নয়

হোসাইন মাহমুদ আব্দুল্লাহ

হোসাইন মাহমুদ আব্দুল্লাহ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম

যে পাঁচ পাকিস্তানি সিরিজ না দেখলেই নয়

ছবি: সংগৃহীত

বাংলাদেশে একসময় ধারাবাহিক নাটকের কদর ছিল বেশ। হুমায়ুন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘৫১ বর্তী’ বা সালাউদ্দিন লাভলুর ‘রঙের মানুষ’ দেখতে টিভি পর্দায় চোখ রাখতেন দর্শক। এরপর ভারতীয় হিন্দি এবং বাংলা সিরিয়াল সে জায়গা ‘দখল’ করে নেয়।

বিশ্বায়নের যুগে বিনোদন আহরণের মাধ্যম বদলেছে। বিস্তৃত হয়েছে পছন্দের কনটেন্ট খুঁজে নেওয়ার পরিসর। আর সেই সুযোগে বাংলাদেশি দর্শকরা লুফে নিয়েছেন ইউরোপ-আমেরিকার জনপ্রিয় সব সিরিজ। আলাদা দর্শকশ্রেণি তৈরি হয়েছে তুর্কি সিরিজেরও।

তবে এসবের ভিড়ে আরেকটি দেশের সিরিজে চোখ রাখতে দেখা যায় বাংলাদেশি দর্শকদের। আর তা হলো পাকিস্তানের ছোটপর্দার বিভিন্ন সিরিজ, যা এখন ইউটিউবের বদৌলতে অত্যন্ত সহজলভ্য। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারতে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এসব পাকিস্তানি সিরিজ। আর তার মধ্যে আইএমডিবি রেটিংয়ে এগিয়ে থাকা পাঁচটি পাকিস্তানি সিরিজকে নিয়েই এই প্রতিবেদন।

কাভি ম্যায় কাভি তুম

চলতি বছরই প্রচার শুরু হওয়া ‘কাভি ম্যায় কাভি তুম’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি এই সিরিজের শেষ পর্ব প্রচারিত হয়েছে। ৩৪ পর্বের এই সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির, ফাহাদ মুস্তাফা ও ইমাদ ইরফানিসহ আরও অনেকে। বিশ্বব্যাপী দর্শকদের মনে কেড়ে নেওয়া এই সিরিজের আইএমডিবি রেটিং ৯.১।

পারিজাদ

পাকিস্তানি লেখক হাশিম নাদিমের উর্দু ভাষার উপন্যাস ‘পারিজাদ’ অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন শাহজাদ কাশ্মীরি। ২০২১ সালে প্রচার শুরুর পরই দর্শকদের মাঝে এই সিরিজ নিয়ে উন্মাদনা দেখা যায়। সিরিজটিতে দেখা যায় অত্যন্ত আবেগপ্রবণ পারিজাদের সংগ্রামী জীবন।সিরিজের  মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন আলি আকবর আহমেদ, ইয়ুমনা জাইদি, কিরণ তাবিরসহ অনেকে। এই সিরিজটির আইএমডিবি রেটিং ৯.১।

হামসাফার

তর্কসাপেক্ষে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা সিরিজ ‘হামসাফার’। দেশটির বিনোদনজগতের দুই শীর্ষ তারকা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত হামসাফার উপমহাদেশের অন্যতম জনপ্রিয় সিরিজ। এই সিরিজের মাধ্যমে পাওয়া জনপ্রিয়তা পুঁজি করে পরবর্তীতে বলিউডেও কাজ করেছেন ফাওয়াদ ও মাহিরা।

২০১১ সালে প্রচারিত এই সিরিজ নির্মাণ করেন সারমাদ খুসাত। বর্তমানে এই সিরিজটির আইএমডিবি রেটিং ৮.৯।

আলিফ

আত্ম-অনুসন্ধানমূলক গল্পে নির্মিত সিরিজ ‘আলিফ’। ২০১৯ সালে প্রচারিত এই সিরিজের দুই মুখ্য চরিত্র মোমিন এবং মোমিনা। এই দুই চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে হামজা আলি আব্বাসি এবং সজল আলী। অভিনয়শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স আর গল্পের দার্শনিক বার্তার সুবাদে অল্প সময়েই সিরিজটি দর্শকহৃদয়ে জায়গা করে নেয়। হাসিব হাসান পরিচালিত ‘আলিফ’-এ আরও অভিনয় করেছেন কুবরা খান, আহসান খানসহ আরও অনেকে। সিরিজটির আইএমডিবি রেটিং ৯.১।

সুনো চান্দা

অভিনেত্রী ইকরা আজিজ এবং জনপ্রিয় গায়ক ও অভিনেতা ফারহান সাঈদ অভিনীত ‘সুনো চান্দা’ সিরিজটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। নিখাদ প্রেমের গল্পে টুকটাক হাস্যরস আর খুনসুটি এই সিরিজকে দর্শকের পছন্দের তালিকায় নিয়ে এসেছে। ২০১৮ সালে প্রথম প্রচারিত ‘সুনো চান্দা’র কমেডি দৃশ্যগুলো এখনও সামাজিক মাধ্যমে ভাইরাল।

সিরিজটির আইএমডিবি রেটিং ৮.৮।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম