Logo
Logo
×

নাটক

‘কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম

‘কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি’

গতরাতে ফেসবুকে অভিনেত্রী শবনম ফারিয়ার নামে একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে।যেখানে দেখা যায়, এই শাসনামলে (অন্তর্বর্তী সরকার) নানা সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়।ওই পোস্টে বলা হয়, হাসিনা সরকার দেশ পরিচালনার সময় অভিনেত্রীকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি।

বিষয়টি নজরে আসার পর ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন শবনম ফারিয়া।সেখানে তিনি লিখেছেন, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিশেষভাবে রাজনীতি বিষয়ক! এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এইটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।  আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্য দের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখছে ১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই ! গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে!’

গত ১৫ বছরে স্ট্যাটাস দিলে কী হতো তার উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসতো, আপা ডিলিট করেন, সমস্যা হবে।অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ-সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম