ধানমন্ডির বাসিন্দাদের অলস বলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মডেল এবং গায়িকা তারিন জাহান। রোববার সকালে ধানমন্ডির কাকলি স্কুল ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদ।
তারিন বলেন, আমি সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট আওয়ারেই ভোট দিয়েছি। আমি সকাল ৯টার মধ্যে ভোট দিয়েছি। তারপর আমার যে দায়িত্ব বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যাওয়া; আমি সেখানে গিয়েছি। সব চেয়ে ভালো লাগার বিষয় হলো এ ভোট কেন্দ্রে (কাকলি স্কুল ভোটকেন্দ্রে) নারী ভোটার সংখ্যা বেশি। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে- সকাল বেলা যা হয় বিশেষ করে শীতের সকালে, ধানমন্ডির বাসিন্দারা একটু হলেও অলস- তারপরও ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে ১০টার পর ভোটার সংখ্যা অনেক বেশি। ঢাকা কলেজ, ধানমন্ডি বয়েজ স্কুল ও কাকলি স্কুলে এসে দেখলাম ভোটার সংখ্যা অনেক বেশি। এটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে- রাস্তায় রাস্তায় খুব সুন্দর করে ভোটাদের উপস্থিতি ও হাসিখুশি উৎসবমুখর পরিবেশ দেখে। তারা আনন্দসহকারে ভোট দিতে এসেছেন- কারণ ভোট দেওয়াটা আমাদের নাগরিক অধিকার।
এই অভিনেত্রী আরও বলেন, সত্যি কথা যেটা- আমরা সবাই ভোট দিতে চাই।
ফেরদৌসের বিষয়ে তিনি বলেন, ফেরদৌস শুধু ভালো অভিনেতাই নয়, ভালোমনের মানুষ। অনেক বড় মনের মানুষ। তাকে আমি দেখেছি খুব কাছ থেকে । দর্শক, স্রোতা ও ভক্তদের তিনি এমনভাবে আপন করে নেন; তার মধ্যে যতই কষ্ট থাকুক না কেন তিনি সবাইকে আপন করে নেন।
তিনি আরও বলেন, একজন প্রার্থী হিসেবে তিনি যেভাবে ভোটারদের দ্বারে দ্বারে গেছেন; হাজারীবাগ থেকে শুরু করে কলবাগান ও ধানমন্ডি এলাকার প্রতিটি ভোটারের কাছে তিনি যেভাবে গেছে- একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা দরকার তিনি তাই করেছেন। এজন্য তাকে শুভকামনা জানাই। আমাদের বিশ্বাস তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন।