ফাইল ছবি
বাংলাদেশ বেতারের প্রযোজনায় নির্মিত একটি নাটকে সম্প্রতি একসঙ্গে অভিনয় করেছেন তারিক আনাম খান, ডলি জহুর, তানভীন সুইটি, শাহেদ আলী ও শতাব্দী ওয়াদুদ। নাটকটির নাম ‘আনন্দলোক’। এটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু। এরইমধ্যে রাজধানীর আগারগাঁওতে বাংলাদেশ বেতারের কার্যালয়ে নাটকটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
বেতারের নাটকে কাজ করা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘বেশ কিছুদিন বিরতির পর বাংলাদেশ বেতারের নাটকে অভিনয় করেছি। মাতিয়া বানু শুকুর স্ক্রিপ্টতো আসলে এক কথায় অনবদ্য। আমার কাছে এতে অভিনয় করতে বেশ ভালো লেগেছে। শ্রোতাদেরও নাটকটি ভালোলাগবে বলেই আমার বিশ্বাস।’
তারিক আনাম খান বলেন, ‘বেতারের নাটকে কাজ করতে ভালোই লাগে। সময় পেলে মাঝে মধ্যে করি। এ নাটকটিও শ্রোতারা উপভোগ করবেন বলে আশা করছি।’
সুইটি বলেন, ‘আমি সময় পেলেই বেতারের নাটকে কাজ করছি। এ নাটকটির গল্প সুন্দর। আমরা বেশ মজা করেই রেকর্ডিংয়ে কণ্ঠ দিয়েছি। বেশ উপভোগ্য একটি নাটক হয়েছে।’
শাহেদ আলী এবং শতাব্দী ওয়াদুদও এ নাটকে কণ্ঠ দিয়ে নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন।
এদিকে ডলি জহুর কিছুদিন প্রথমবার নাটক নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে তারিক আনাম খান বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদের নাটকের কাজ নিয়ে। পাশাপাশি সিনেমার কাজও করছেন তিনি। তানভীন সুইটিও ঈদের কয়েকটি নাটকে এরইমধ্যে অভিনয় করেছেন বলে জানিয়েছেন।