
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পিএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:০৯ পিএম

আরও পড়ুন
শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশনের (বিপিএ)’ কমিটি গঠনকে কেন্দ্র করে বিভক্তি দেখা দিয়েছে।
রোববার সকালে তাদের একটি পক্ষ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সাধারণ সভা ও সংবাদ সম্মেলন করে নতুন কমিটি (আংশিক) ঘোষণা করেছে।
একই দিনে অপর একটি পক্ষ একই সময়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) জরুরি সাধারণ সভা ও সংবাদ সম্মেলন করেছে।
রোববার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভা ও সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৬ বছর শিশু বিশেষজ্ঞদের সংগঠন বিপিএ’তে সরকারি চিকিৎসকদের প্রতিনিধি ছিলো না। কিছু বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের চিকিৎসকরা সংগঠনটিকে (বিপিএ) একপেশে করে খেয়ালখুশি মত চালানোর চেষ্টা করছে। সারা দেশের সরকারি শিশু চিকিৎসকদের প্রতি বঞ্চনা করেছে।
৫ আগস্টের পর তৎকালীন অনির্বাচিত বিপিএ একটি অন্তবর্তী আহবায়ক কমিটির কাছে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এই কমিটির মূল দায়িত্ব ছিল ৪ মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়া। এখন সব শিশু বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি ঘোষণা জরুরি হয়ে পড়েছে।
আজকের সভায় অধ্যাপক ডা. আব্দুল হান্নানকে সভাপতি, ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরীকে মহাসচিব এবং অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হলো। ঈদ-উল-ফিতরের পর সরকারি-বেসরকারি শিশু বিশেষজ্ঞদের নিয়ে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
অন্যদিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় চিকিৎসকরা বলেন, গত ২ মার্চ অধ্যাপক ডা. মো. সেলিমুজ্জামানকে বিপিএ সভাপতি এবং ডা. আতিয়ার রহমানকে কোষাধ্যক্ষ করে আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মেছবাহ উদ্দিন।
তবে এবার আগামি ৪৮ ঘণ্টার মধ্যে ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা করা হবে। এ লক্ষ্যে কোনো বিভক্তি তৈরি না করে বিপিএ’তে সম্পৃক্ত শিশু বিশেষজ্ঞদের এগিয়ে আসার আহবান জানান তারা।