শীতে শিশুকে গোসল করানোর সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম
শীতকালে ছোট শিশুদের যত্ন নেওয়া খুবই জরুরি। তাদের গোসল করার সঠিক নিয়ম ও উপায় জানা খুই গুরুত্বপূর্ণ। কারণ যদি ঠিকমতো গোসল করা না হয়, তাহলে তারা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে।
প্রতিটি ঋতুর নিজস্ব সুবিধা ও অসুবিধা রয়েছে। শীতের ক্ষেত্রে সুবিধা বেশি হলেও চ্যালেঞ্জও কম নয়। আবহাওয়া ঠান্ডা হতে শুরু করলেই সবার বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। অন্যদিকে ঘরে নবজাতক থাকলে দায়িত্ব আরও বেড়ে যায়।
কারণ শীতকালে ছোট শিশুদের বিশেষ যত্ন নিতে হয়। তাদের খাওয়া-দাওয়া, পোশাক-আশাকের ব্যাপারে বিশেষ যত্ন নিতে হয় এবং এসব বিষয়ে একটু অসাবধানতাও শিশুর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিশুকে গোসল করানোর সময় অনেক বিষয় মাথায় রাখতে হয়। তা না হলে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক— শীতকালে শিশুকে গোসলের নিয়মকানুন।
পানির তাপমাত্রার দিকে নজর দেওয়া উচিত। কারণ শীতকালে ছোট শিশুদের গোসল করার জন্য আপনি যে পানি ব্যবহার করছেন, তার তাপমাত্রা অনেক গুরুত্বপূর্ণ। খুব গরম বা খুব ঠান্ডা পানি দিয়ে গোসল করানো উচিত নয়। তাদের গোসল করার জন্য সবসময় হালকা গরম পানি ব্যবহার করা উচিত। এ জন্য কিছুক্ষণ পানিতে হাত ডুবিয়ে রাখুন। দেখুন যদি পানি একটু গরম বা ঠান্ডা মনে হয়, তা হলে শিশুকে গোসল করার আগে এর তাপমাত্রা সামঞ্জস্য করুন।
গোসলের পর উষ্ণতার যত্ন নিতে হবে। কারণ শীতকালে শিশুদের গোসল করার পর উষ্ণ রাখা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় শিশু সর্দি-কাশি বা শক্ত হয়ে যেতে পারে। তাই যখনই আপনি শিশুকে গোসল করাবেন, তখনই একটি নরম তোয়ালে দিয়ে তার শরীর ভালোভাবে মুছে নিন। এরপর তাকে গরম কাপড় পরিয়ে দিন।
পানিতে নারিকেল কিংবা সরিষার তেল মিশিয়ে নিন। শীতের মৌসুমে গরম পানি দিয়ে গোসল করার কারণে অনেক সময় শিশুর শরীরে ফুসকুড়ি দেখা দেয় বা ত্বক খুব শুষ্ক হয়ে যায়। এমন পরিস্থিতিতে ত্বকের এসব সমস্যা এড়াতে শিশুকে গোসল করার সময় পানিতে দুই-তিন ফোঁটা নারিকেল কিংবা সরিষার তেল দিন। এর ফলে তাদের ত্বক শুষ্ক হবে না এবং আর্দ্রতার কারণে ত্বকে র্যাশের সমস্যা হবে না।