Logo
Logo
×

ডাক্তার আছেন

গ্যাস-অ্যাসিডিটিতে ভুগছেন, পান করুন লেবুপানি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

গ্যাস-অ্যাসিডিটিতে ভুগছেন, পান করুন লেবুপানি

আপনি নিয়মিত গ্যাস ও অ্যাসিডিটিতে ভুগছেন। এ সমস্যার সমাধান খুব সহজেই করতে পারেন আপনি। এ জন্য ভুক্তভোগীরা খেতে পারেন লেবুপানি। তাতেই সমস্যাকে বশে রাখতে পারবেন। সেই সঙ্গে একাধিক উপকারও পাবেন আপনি।

আপনি যদি রোজ পেটের সমস্যায় ভোগে থাকেন? আজ যদি নিয়মিত খেয়ে যান অ্যান্টাসিড, তা হলে শুনুন— রোজ রোজ এই ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা কয়েকগুণ বেড়ে যাবে। তাই সবার প্রথমে এ ধরনের ওষুধ খাওয়ার লোভ সামলে নিন। তার বদলে বাড়ির তৈরি হালকা খাবার খাওয়া শুরু করুন। এর পাশাপাশি রোজ সকালে লেবু জলপানি পান করা শুরু করুন। তাতেই পেটের সমস্যাকে বশে রাখতে পারবেন। সেই সঙ্গে পাবেন একাধিক উপকার।

তাই এ বিষয়ে দ্রুত জেনে নিন। আশা করছি, তাতেই আপনার চোখ খুলে যাবে। আপনিও এ পানীয়ে চুমুক দিয়েই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে লেগে পড়ুন।

যেভাবে পেটের সমস্যা থেকে মিলবে মুক্তি—

লেবপানিতে রয়েছে সাইট্রিক অ্যাসিড। আর এই অ্যাসিড পাকস্থলীতে হজমে সাহায্যকারী অ্যাসিডের ক্ষরণ বাড়ায়। যার ফলে খাবার দ্রুতগতিতে হজম হয়ে যায়। তাই নিয়মিত লেবুপানিতে চুমুক দিতে ভুলবেন না। সে ক্ষেত্রে রোজ সকালে এই পানীয় খেলেই উপকার মিলবে বেশি। তবে অনেকে আবার লেবুপানি সকালে সহ্য করতে পারেন না। তাই তারা খাবার খাওয়ার পর অবশ্যই এই পানীয়ে চুমুক দিতে পারেন। তাতেই উপকার মিলবে হাতেনাতে। তবে শুধু গ্যাস ও অ্যাসিডিটি নয়, এর পাশাপাশি আরও একাধিক উপকার করে লেবুপানি। 

ওজন কমবে—

জানলে অবাক হয়ে যাবেন যে, নিয়মিত লেবুপানি পান করলে অনায়াসে ওজন বশে রাখা যায়। কারণ এতে উপস্থিত কিছু উপাদান বিপাকের হার বাড়াতে সাহায্য করে। আর মেটাবোলিজম রেট বাড়লে ঝটপট ঝরে যায় ওজন। তাই ওজন কমাতে চাইলে আপনার ডায়েটে অবশ্যই লেবুপানি জায়গা করে দিন। তাতেই উপকার মিলবে হাতেনাতে।

ইমিউনিটি বাড়বে—

আপনি কি মাঝে মধ্যেই সর্দি, কাশির ফাঁদে পড়ে কষ্ট পান? সে ক্ষেত্রে ভরসা রাখতে পারেন লেবুপানির ওপর। আসলে এতে রয়েছে ভিটামিন সির ভাণ্ডার। আর এই ভিটামিন শরীরকে চাঙ্গা করার কাজে একাই একশ। শুধু তাই নয়, দেহে প্রদাহ প্রশমিত করার কাজেও এর জুড়ি মেলা ভার। তাই চেষ্টা করুন, যেভাবেই হোক নিয়মিত লেবুপানি পান করুন। তাতেই ইমিউনিটি বাড়বে, দূরে থাকবে একাধিক জটিল অসুখ।

পানির ঘাটতি দূর হবে—

অনেকের শরীরেই পানির ঘাটতি থাকে। কারণ তারা শুধু শুধু পানি খেতে চান না। আর এই ভুলটা করেন বলেই শরীরের হাল বিগড়ে যায়। পিছু নেয় ডিহাইড্রেশনের মতো সমস্যা। তখন মাথা ঘোরে, শরীরে এনার্জি থাকে না। তাই যেনতেন প্রকারে পানির ঘাটতি দূর করে ফেলতে হবে। আর সেই কাজে আপনার হাতেরপাঁচ হতে পারে লেবুপানি। তাই নিয়মিত এই লেবুপানি পান করুন। তাতেই উপকার মিলবে হাতেনাতে।

ভিটামিন ও খনিজের ঘাটতি মিটে যাবে—

লেবুপানিতে রয়েছে ভিটামিন সি, ফোলেট, পটাশিয়াম, ভিটামিন বি১, ভিটামিন বি৫, ভিটামিন বি২ থেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। তাই এই পানীয়ে চুমুক দিলে শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি মিটিয়ে ফেলা যায়। যার ফলে সুস্থ থাকে শরীর। এমনকি মনের হালও ফেরে। তাই রোজ সকালে এই পানীয়ে চুমুক দিয়েই দিন শুরু করে ফেলতে পারেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম