Logo
Logo
×

ডাক্তার আছেন

নারীদের অতিরিক্ত ক্লান্তি, মূত্রনালির সংক্রমণ যেসব রোগের সংকেত দেয়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৯:৫৩ পিএম

নারীদের অতিরিক্ত ক্লান্তি, মূত্রনালির সংক্রমণ যেসব রোগের সংকেত দেয়

অধিকাংশ নারীর ক্ষেত্রে অতিরিক্ত ক্লান্তিবোধ, ঝিমুনি, ঘন ঘন মূত্রনালির সংক্রমণ, অনিয়মিত ঋতুস্রাব- এ লক্ষণগুলো দেখা দিলে সচেতন হওয়া উচিত। রাতে দরদর করে ঘাম, বুকে ব্যথা বা পা ফুলে যাওয়া এসব লক্ষণ দেখা দিলে হতে পারে ডায়াবেটিস, হার্টের অসুখ কিংবা অন্য কোনো জটিল অসুখ। এজন্য কিছু লক্ষণ দেখামাত্রই সতর্ক হতে হবে।

রক্তে শর্করার পরিমাণ বাড়লে যেভাবে বুঝবেন- 

রক্তে শর্করার পরিমাণ বাড়লে বারবার পানি পান করেও তৃষ্ণা মিটবে না। ঘন ঘন প্রস্রাবের বেগ আসবে। অনেক নারীই এ সমস্যায় ভোগেন। তাই সতর্ক থাকুন।

মূত্রনালির সংক্রমণ বারবার ভোগাবে। প্রস্রাবের জায়গায় জ্বালা, চুলকানি, ছত্রাক ঘটিত সংক্রমণও হতে পারে। 

রক্তে শর্করা বাড়তে শুরু করলে জরায়ুতে ছোট ছোট সিস্ট হতে পারে। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের লক্ষণ দেখা দিতে পারে। গালে, গলায় অবাঞ্ছিত রোম, হঠাৎ ওজন বেড়ে যাওয়া, অবসাদ এমনকি জরায়ুর উর্বরতাও কমে যেতে পারে।

ঋতুস্রাব অনিয়মিত হয়ে যাবে। বিশেষ করে কম বয়সি নারীদের টাইপ-২ ডায়াবেটিস হলে ঋতুচক্রে বড় পরিবর্তন আসবে। 

শর্করার পরিমাণ বাড়লে অতিরিক্ত ক্লান্তিবোধ হবে। যদি পরিশ্রম নাও করেন তাহলেও দেখবেন সবসময় ক্লান্ত লাগছে। শরীর দুর্বল লাগছে।

দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। নারী-পুরুষ সবার ক্ষেত্রেই একই সমস্যা হতে পারে। তবে নারীদের এ লক্ষণ আগে দেখা দেয়। 

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হার্টের রোগের কারণ হতে পারে। হৃদপেশি শক্ত হয়ে রক্ত চলাচলে বাধা তৈরি করে। ফলে হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে যায়। হার্টে ঠিকমতো রক্ত ও অক্সিজেনের প্রবাহ হয় না। তখন বুকে ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বমি ভাব ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। একে চিকিৎসার ভাষায় বলা হয় ‘কার্ডিয়োমায়োপ্যাথি’। ডায়াবেটিসের রোগীদের এই রোগ বেশি হয়। 

শরীরে অসুখ বাসা বাঁধলে ওজন হঠাৎ করে বেড়ে যেতে পারে কিংবা কমে যেতে পারে। হরমোনের সমস্যাও দেখা দিতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম