বন্যার্তদের জন্য ফ্রি টেলিমেডিসিন সেবা নিয়ে টেলিডাক্তার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০২:৫০ এএম
ফাইল ছবি
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বিপদে পড়েছেন অনেক মানুষ। বেড়েছে পানিবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা। এ ধরনের পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ সেবাও হয়ে পড়ে অপ্রতুল। তাই দেশের এই ক্রান্তিকালীন সময়ে বন্যার্তদের জন্য বিনামূল্যে টেলিমেডিসিন সেবা নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্ল্যাটফর্ম ‘টেলিডাক্তার’।
মোবাইল ফোনে ০৯৬১০৯৯৯৭৭৭ নম্বরে কল দিয়ে অথবা টেলিডাক্তার অ্যাপ থেকে দিনরাত ২৪ ঘন্টা যে কোনো সময়ে ডাক্তারের সঙ্গে কথা বলা যাবে। ভিডিও কলে কথা বলা যাবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।