Logo
Logo
×

ডাক্তার আছেন

ডেঙ্গু আক্রান্ত আরও ৮৮ জন হাসপাতালে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ১১:৪৪ পিএম

ডেঙ্গু আক্রান্ত আরও ৮৮ জন হাসপাতালে

সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৮ জন। তবে এ সময়ে এডিস মশাবাহিত রোগে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ২৮ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় আটজন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ১৪ জন এবং বরিশাল বিভাগে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১২৯ জনে, যাদের মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১৩২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম