Logo
Logo
×

ডাক্তার আছেন

ঘন ঘন প্রস্রাব কেন হয়? চিকিৎসা কী?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৩ পিএম

ঘন ঘন প্রস্রাব কেন হয়? চিকিৎসা কী?

প্রখ্যাত কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এমএ সামাদ।

ঘন ঘন প্রস্রাব সমস্যা নিয়ে স্বাস্থ্য পরামর্শ দিয়েছেন প্রখ্যাত কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এমএ সামাদ। তিনি বলেছেন, আমাদের কাছে অনেক রোগী আসে যাদের ঘন ঘন প্রস্রাব হয়, যা অত্যন্ত বিরক্তিকর। 

এটি কেন হয়? এটি কি গুরুত্বপূর্ণ রোগের কারণে, না গুরুত্বপূর্ণ রোগ ছাড়াও হতে পারে? 

একজন সুস্থ মানুষ দিনে ৪-৫বার প্রস্রাব করে তা হলে এটা স্বাভাবিক। যার মূত্রথলি আছে, তার ধারণক্ষমতা ২৫০ সিসি। এই পরিমাণ জমে গেলে প্রস্রাব করার অনুভূতি তৈরি হয়। এর পরে যত প্রস্রাব জমতে থাকবে, তত বেশি প্রস্রাব অনুভূতি তৈরি হবে। 

কিন্তু যদি ৭ বারের বেশি প্রস্রাব করতে হচ্ছে, তা হলে এটি ঘন ঘন প্রস্রাব হিসেবে ধরা হবে।  

">এ ক্ষেত্রে চিকিৎসা কী? বিস্তারিত ভিডিওতে দেখুন
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম