Logo
Logo
×

ডাক্তার আছেন

ফিরে দেখা ২০২৩

চলতি বছরে যেমন ছিল দেশের স্বাস্থ্যসেবা

Icon

ডা. মো. মুঈদুর রহমান

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ পিএম

চলতি বছরে যেমন ছিল দেশের স্বাস্থ্যসেবা

* জানুয়ারি : ‘বিশ্ব কুষ্ঠ দিবস’ ও ‘World Neglected Tropical Disease Day’ উদযাপিত ৩০ জানুয়ারি। দেশের ৩৮টি জেলায় ৫৬৬ জনের ডেঙ্গু শনাক্ত এবং ৬ জনের মৃত্যু। ২৭টি জেলায় ৪৩১ জনের কোভিড-১৯ শনাক্ত এবং ২ জনের মৃত্যু। দেশের ৪১টি জেলায় শৈত্যপ্রবাহের প্রকোপ।

* ফেব্রুয়ারি : ১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব মৃগীরোগ দিবস’ ও ২৮ ফেব্রুয়ারি ‘World Rare Disease Day’ উদযাপিত। কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু।

* মার্চ : ৩ মার্চ ‘বিশ্ব শ্রবণ দিবস’, ১০ মার্চ ‘বিশ্ব কিডনি দিবস’, ২০ মার্চ ‘World Oral Health Day’, ২১ মার্চ ‘বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস’ ও ২৪ মার্চ ‘বিশ্ব যক্ষ্মা দিবস’ উদযাপিত। দেশের ১১ জেলায় ১৯৯ জন কোভিড ১৯-এ আক্রান্ত এবং ১ জনের মৃত্যু। ১১ জেলায় ১১১ জন ডেঙ্গুতে আক্রান্ত।

* এপ্রিল : ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম দিবস’, ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’, ২৪ এপ্রিল থেকে ১ মে ‘জাতীয় টিকাদান সপ্তাহ’, ২৫ এপ্রিল ‘বিশ্ব ম্যালেরিয়া দিবস’, ২৮ এপ্রিল ‘বিশ্ব কর্মস্থল সুরক্ষা দিবস’ উদযাপিত।

দেশের ১১ জেলায় ১৪৩ জনের ডেঙ্গুজ্বর শনাক্ত এবং ৫ জনের মৃত্যু। ৭ জেলায় ২০৪ জনের কোভিড-১৯ শনাক্ত।

* মে : ৩ মে ‘বিশ্ব অ্যাজমা দিবস’, ৫ মে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ ও ‘বিশ্ব মিডওয়াইফ দিবস’, ১২ মে ‘বিশ্ব নার্স দিবস’, ১৭ মে ‘বিশ্ব উচ্চরক্ত চাপ দিবস’, ২৮ মে ‘World Menstrual hygiene Day’ ও ৩১ মে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উদযাপিত। দেশের ২০ জেলায় ১১০ জনের কোভিড-১৯ শনাক্ত। ২৩৫ জনের ডেঙ্গুজ্বর শনাক্ত এবং ২ জনের মৃত্যু।

* জুন : ৭ জুন ‘বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস’, ১২-১৪ জুন ‘জাতীয় ভিটামিন এ প্লাস কর্মসূচি’, ১৪ জুন ‘বিশ্ব রক্তদাতা দিবস’ ২১ জুন ‘বিশ্ব যোগ দিবস’ উদযাপিত। দেশের ৫৯ জেলায় ৫৯৫৬ জনের ডেঙ্গুজ্বর শনাক্ত; ৩৪ জনের মৃত্যু। ৩২৪৯ জনের কোভিড-১৯ শনাক্ত এবং ১৬ জনের মৃত্যু।

* জুলাই : ১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস’, ২৫ জুলাই ‘World Drowning Prevention Day’, ২৮ জুলাই ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উদযাপিত। দেশের ৬৪ জেলায় ৪৩,৮৫৪ জনের ডেঙ্গুজ্বর শনাক্ত এবং ২০৪ জনের মৃত্যু। ১৮৬৫ জনের কোভিড-১৯ শনাক্ত; ১০ জনের মৃত্যু।

* আগস্ট : ১-৭ আগস্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালিত। দেশব্যাপী ৭১,৯৭৬ জনের ডেঙ্গুজ্বর শনাক্ত এবং ৩৪২ জনের মৃত্যু। ৮৭৭ জনের কোভিড-১৯ শনাক্ত, ৪ জনের মৃত্যু।

* সেপ্টেম্বর : ৮ সেপ্টেম্বর ‘World Physical Therapy Day’, ১০ সেপ্টেম্বর ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’, ১৩ সেপ্টেম্বর ‘বিশ্ব সেপ্সিস দিবস’, ১৭ সেপ্টেম্বর ‘বিশ্ব রোগী সুরক্ষা দিবস’, ২১ সেপ্টেম্বর ‘বিশ্ব আলঝেইমার্স দিবস’, ২৫ সেপ্টেম্বর ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ ও ‘বিশ্ব ফুসফুস দিবস’, ২৮ সেপ্টেম্বর ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’ ও ২৯ সেপ্টেম্বর ‘বিশ্ব হার্ট দিবস’ উদযাপিত। দেশব্যাপী ৭৯,৫৯৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত এবং ৩৯৬ জনের মৃত্যু। ৩৯৭ জনের কোভিড-১৯ শনাক্ত; ২ জনের মৃত্যু।

* অক্টোবর : ১ অক্টোবর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’, ৮ অক্টোবর

‘World Hospice & Palliative Care Day’, ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’, ১৩ অক্টোবর ‘বিশ্ব দৃষ্টি দিবস’, ২০ অক্টোবর ‘বিশ্ব অস্টিওপোরসিস দিবস’, ২৪ অক্টোবর ‘বিশ্ব পোলিও দিবস’ ও ২৯ অক্টোবর ‘বিশ্ব স্ট্রোক দিবস’ এবং ‘বিশ্ব সোরিয়াসিস দিবস’ পালিত। ডেঙ্গুজ্বরে মোট ৬১,৩৯২ জন আক্রান্ত এবং ৩২৭ জনের মৃত্যু।

* নভেম্বর : ১২ নভেম্বর ‘বিশ্ব নিউমোনিয়া দিবস’, ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’, ১৭ নভেম্বর ‘Cervical Cancer Elimination Day of Action’, ১৮-২৪ নভেম্বর ‘বিশ্ব অ্যানটি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ’, ১৯ নভেম্বর পালিত ‘বিশ্ব টয়লেট দিবস’ পালিত। দেশব্যাপী ২৮৩,৫৯৩ জনের ডেঙ্গুজ্বর শনাক্ত এবং (৭ নভেম্বর পর্যন্ত) ১৪২৫ জনের মৃত্যু।

* ডিসেম্বর : ১ ডিসেম্বর ‘বিশ্ব এইডস দিবস’, ৩ ডিসেম্বর ‘International Day of Persons with Disabilities’, ১২ ডিসেম্বর ‘Universal Health Coverage Day’ উদযাপিত। মোট ৩১৬,১৬০ জনের দেশব্যাপী ডেঙ্গুজ্বর শনাক্ত; (৭ ডিসেম্বর পর্যন্ত) ১৬৪৩ জনের মৃত্যু।

এছাড়া ২ অক্টোবর, ২০২৩ দেশে প্রথমবারের মতো এইচপিভি টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়, যা মহিলাদের জরায়ু ক্যানসার প্রতিরোধে সহায়ক।

লেখক : সহকারী অধ্যাপক (এপিডেমিওলজি), আইইডিসিআর, ঢাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম