Logo
Logo
×

ডাক্তার আছেন

ময়মনসিংহ মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ এএম

ময়মনসিংহ মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কর্মরত তিন ইন্টার্ন চিকিৎসক ও পাঁচজন মেডিকেল শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে।  

এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

বৃহস্পতিবার বিএমএ’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন ও  মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী লিখিত এক বিবৃতিতে এ নিন্দা ও ক্ষোভ জানান। 

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ।

বিএমএ জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জনৈক রোগীর চিকিৎসাসেবা প্রদানকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর আক্রমণ করে।  এসময় পিটিয়ে বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে আহত করে। 

পরবর্তীতে আটজন ইন্টার্ন চিকিৎসক ও কয়েকজন মেডিকেল ছাত্র পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ সদস্য কর্তৃক পুনরায় হামলা ও মারধরের শিকার হয়ে দুইজন ইন্টার্ন চিকিৎসক গুরুতর আহত হন। আহত দুইজন বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

সংগঠনটি, বিএমএ কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজন ও কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি আক্রমণকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দেশের সব চিকিৎসকের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম