প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. পারুল জাহান
বর্তমানে বন্ধ্যত্ব সমস্যা একটি সামাজিক সমস্যা। এ নিয়ে অনেক দম্পতি বিষণ্নতায় ভোগেন। শুধু তাই নয়, একে অপরকে দায়ীও করেন। বন্ধ্যত্বের জন্য দায়ী কে ? এ নিয়ে কথা বলেছেন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. পারুল জাহান।
ডা. পারুল জাহান বলেন, বন্ধ্যত্ব কারণ জানার আগে জানতে হবে— বন্ধ্যত্ব কী? বন্ধ্যত্ব হচ্ছে একটি দম্পতি একসঙ্গে এক বছর থাকার পরও যদি কনসিভ না করে তা হলে বুঝতে হবে বন্ধ্যত্বের সমস্যা। এ বন্ধ্যত্বের জন্য পুরুষ-নারী উভয়ই দায়ী হতে পারে। বেশিরভাগ মানুষই ধারণা করেন এর জন্য শুধু নারীরা দায়ী। কিন্তু বাস্তবে তা নয়, এর জন্য ছেলেরাও দায়ী হতে পারে।
পরিসংখ্যানে দেখা গেছে, বন্ধ্যত্বের জন্য অর্ধেক ছেলেরা দায়ী থাকে, অন্যদিকে মেয়েরা অর্ধেক দায়ী থাকে। ছেলেরা এ ধরনের টেস্ট করতে চান না বা সমস্যা নিয়ে সামনে আসতে চান না বলে তাদের সমস্যার বিষয়টাও সামনে আসে না।
বিস্তারিত ভিডিওতে...