Logo
Logo
×

ডাক্তার আছেন

সোনায় মোড়ানো খাবার থেকে সাবধান! 

Icon

ডা. সাঈদ এনাম 

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০১:১৬ পিএম

সোনায় মোড়ানো খাবার থেকে সাবধান! 

পুরুষরা সোনার আংটি বা গহনা পরলে কিংবা স্বর্ণ মিশ্রিত (গোল্ড প্ল্যাটেড) খাবার খেলে স্বাস্থ্যের ওপর কোনো ক্ষতিকর প্রভাব যেমন বন্ধ্যত্ব (Sterility)  বা  সোনা ব্যবহারকারী বা ভক্ষণকারীদের ভবিষ্যৎ সন্তান প্রতিবন্ধী (Neurodevelopmental Disorder) হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা?

সোনা (Gold) মুল্যবান এবং সুন্দর একটি ধাতব পদার্থ। সৌন্দর্যবর্ধনে এর বেশ কদর রয়েছে। কিন্তু ইসলাম ধর্মমতে, সৌন্দর্যবর্ধনে পুরুষদের সোনার গহনা বা আংটি পরা হারাম করা হয়েছে। কিন্তু নারীদের ব্যাপারে এ রকম কোনো নিষেধাজ্ঞা নেই। বিষয়টি বেশ রহস্যময়!  

কেন পুরুষের ব্যাপারে গোল্ড ব্যবহারে এত কড়াকড়ি?

সম্প্রতি এ নিয়ে বেশ কয়েকটি গবেষণা করা হয়েছে। কিছু গবেষণায় আশ্চর্যজনক ফল পাওয়া গেছে। 

যেমন, সোনা (Gold Nanoparticles) পুরুষ প্রজাতির স্পার্মের চলন ক্ষমতা (Motility) বহুগুণে কমিয়ে দেয়। স্পার্ম মটিলিটি কমে যাওয়া পুরুষদের বন্ধ্যত্বের অন্যতম একটি কারণ। 

এ ছাড়া সোনা বা গোল্ড ন্যানো-পার্টিক্যালসের প্রভাবে পুরুষ প্রজাতির স্পার্মের ডিএনএর (DNA) ক্ষতিকারক পরিবর্তন (Mutation) হয়। ভবিষ্যতে সন্তান প্রতিবন্ধী ( Neurodevelopmental Disorders) হওয়ার অন্যতম  কারণ স্পার্মের এই জিনগত (DNA) ক্ষতিকারক পরিবর্তন। 

পুরুষ প্রজাতির বন্ধ্যত্বের সঙ্গে সোনার ব্যবহার বা ভক্ষণের একটা প্রচ্ছন্ন সম্পর্ক রয়েছে কিনা সেটি প্রশ্নহীন নয়।

ডা. সাঈদ এনাম 
সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি 
সিলেট মেডিকেল কলেজ 
ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম