ননস্টিক প্যানে রান্নার স্বাস্থ্যঝুঁকি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯, ১১:৪১ পিএম
রান্নাঘরে ননস্টিক প্যান বহুল ব্যবহৃত একটি রান্নার পাত্র। যেকোনো খাবার রান্নার ক্ষেত্রে আমরা ননস্টিক প্যান ব্যবহার করে থাকি।
ননস্টিক দিয়ে তৈরি রান্না করার পাত্রে যে ধরনের রাসায়নিক উপাদান থাকে, সেগুলো রান্নার সময় খাবারের মধ্যে চলে যায়। রান্নার সময় তাপ এসব জিনিসপত্র থেকে বিষাক্ত পদার্থ নির্গত করে, যা খাবারকে বিষাক্ত করে তোলে। ননস্টিক আবরণ টিউমারসহ বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, রান্নার জিনিসপত্র বা যেসব পাত্রে আমরা খাবার রাখি, সেগুলোর কারণেও অনেক সময় খাবার অস্বাস্থ্যকর হয়ে উঠতে পারে। কড়াই, থালাবাটির ওপর দেয়া প্রলেপ এবং সেসব পাত্র তৈরির জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সেগুলো বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
ননস্টিক প্যানের চেয়ে লোহার পাত্র ব্যবহার করা নিরাপদ। এর স্বাস্থ্যগত ঝুঁকি কম থাকে। কপার ও নিকেলের পাত্র শরীরের জন্য ক্ষতিকর। যখন কপার ও নিকেলের পাত্রে তাপ দেয়া হয়, সেখান থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। এটি খাবারে প্রবেশ করে এবং স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে। কপারের পাত্র ব্যবহার না করে বিকল্প হিসেবে অল্প তাপে প্রলেপযুক্ত ইস্পাত ব্যবহার করা যেতে পারে।
চিনা সিরামিক স্বাস্থ্যের জন্য নিরাপদ। সিরামিকের তৈরি কাপ ও প্লেট স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়।