
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম
বাসায় থিয়েটার আনার আবদার শাকিব-বুবলী পুত্র বীরের

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম

আরও পড়ুন
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ও নায়িকা শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীর। ঈদে বাবা-মার সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে বীরের বয়স কম হওয়ায় হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ হয়নি। তবে বাবা-মায়ের সিনেমা দেখতে সে চেয়েছে ভিন্ন উপায়। আর সেটি হচ্ছে—ঘরেই থিয়েটার চায় সে।
সম্প্রতি বীরের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন তার মা অভিনেত্রী শবনম বুবলী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেহজাদ স্যারকে বললাম, স্যার, বাবা–মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে, সবাই দেখছে, আপনি দেখবেন না? উনি বললেন, ‘বাসায় বসে দেখব, থিয়েটার বাসায় নিয়ে এসো।’
এবারের ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। প্রেম ও প্রতিশোধের গল্পে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। বুবলীর সঙ্গে এতে আরও অভিনয় করেছেন সিয়াম, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু ও সোহেল খান।
অন্যদিকে, ঈদের দিন সারাদেশের ১২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। সিনেমাটি ভালো আয় করছে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে মফস্বলের সিঙ্গেল স্ক্রিনেও। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত ও শ্যাম ভট্টাচার্য। বিশেষ আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।