
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১০:৩১ এএম
শাকিব খানের সঙ্গে কাজ স্বপ্নের মতো: নেহা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৫:০৪ পিএম
-67ee6b249e60b.jpg)
আরও পড়ুন
ছোটপর্দার অভিনেত্রী নিদ্রা নেহা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রায়হান রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং নিয়ে। এর আগে তাকে দেখা গেছে গত ২৮ মার্চ ইউটিউবে মুক্তি পাওয়া প্রীতি দত্তর ‘অপেক্ষা ’নাটকে। সম্প্রতি একটি গণমাধ্যমে ঈদের কাজ ও ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে সিনেমাসহ নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী নিদ্রা নেহা।
কাজী আসাদের ‘আধুনিক বাংলা হোটেল’-এ মোশাররফ করিমের বিপরীতে আপনার অভিনয় প্রশংসিত হয়েছিল। দীর্ঘদিন পর নতুন কাজ আসতে এত সময় লাগল কেন?—এমন প্রশ্নের উত্তরে নিদ্রা নেহা বলেন, আমার বাবা অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য চলতি বছরের শুরু থেকে টানা দেশের বাইরে ছিলাম। এ কারণে কাজ করা হয়নি। ভালোবাসা দিবসের বেশ কয়েকটি নাটক করার কথা ছিল, কিন্তু সেগুলোও না করে দিই।
‘অপেক্ষা’ নাটক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রথম বর্ষের শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছি। ক্যাম্পাসে ভর্তি হয়েই র্যাগিংয়ের মুখোমুখি হই। তখনই এক সিনিয়র আমাকে র্যাগিং থেকে বাঁচার উপায় বাতলে দেন। তার সঙ্গে সম্পর্ক হয়, পরে কিছু জটিলতাও তৈরি হয়— এসব নিয়েই গল্প। মুক্তির পর দেখলাম, দর্শকরা মন্তব্যের ঘরে ইতিবাচক কথাবার্তা লিখেছেন।
নাটকে তো আপনার জুটি, বাস্তবজীবনের জুটি প্রান্তর দস্তিদার...। নিদ্রা নেহা বলেন, ‘আন্তনগর’-এর পর ওর সঙ্গে অনেক বিজ্ঞাপনচিত্র করা হলেও ফিকশন করা হয়নি। এবার সবকিছু ব্যাটে-বলে মিলে গেল। ওর সঙ্গে আরও কিছু করা হয়েছে। এমনিতে আমাদের কাজ নিয়ে প্রচুর কথা হয়, দুজনেই দুজনেরই নতুন কাজ ও কাজের ধরন নিয়ে আলাপ করি। একসঙ্গে প্রচুর সিনেমা দেখা হয়, পরে আবার সেই সিনেমার বিভিন্ন দিক নিয়ে নিজেরা কথা বলি।
ঈদের কাজ প্রসঙ্গে তিনি বলেন, এবারই প্রথম ঈদের কাজ করা হয়েছে। ফলে ঈদটা আমার জন্য বিশেষ কিছু। এর মধ্যে সবচেয়ে আশাবাদী সাজ্জাদ হোসেনের ‘লাভ মি মোর’ নিয়ে। এ নাটকে আমার সঙ্গে আছেন তৌসিফ মাহবুব, ফারজানা বুশরা, তাবাসসুম ছোঁয়া। এটা পুরোপুরি বন্ধুত্বের গল্প। এটা ফিল গুড টাইপ গল্প। বিশ্ববিদ্যালয়জীবন, বন্ধুত্ব মিলিয়ে বিনোদনধর্মী কাজ। নাটকটি ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইতে মুক্তি পায়, পরে ইউটিউবেও আসবে। এ ছাড়া মেহেদী হাসানের ‘তবুও তোমাকে চাই’ করেছি। এখানে আমার আর প্রান্তরের সঙ্গে আছেন আবু হুরায়রা তানভীর ভাই। প্রেম আর রোমাঞ্চের মিশেলে নির্মিত হয়েছে নাটকটি।
তিনি বলেন, ঈদ উপলক্ষে অনেক দিন পর একটা মিউজিক ভিডিও করেছি। রেহান রাসুলের ‘প্রিয়তমা’ গানে আমি আর প্রান্তর মডেল হয়েছি। সঙ্গে রেহান ভাইও আছেন। এখন একটা বড় কাজের শুটিং করছি। হঠাৎ স্বপ্নপূরণের মতোই।
কী সেটা? নিদ্রা নেহা বলেন, রায়হান রাফীর ‘তাণ্ডব’-এ অভিনয় করছি।
কীভাবে এলো সুযোগ?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, একেবারেই হুট করে। শুটিং শুরুর একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত হয়েছি। এই সিনেমা দিয়ে আমার দুটো স্বপ্ন একসঙ্গে পূরণ হয়েছে। শাকিব খানের সঙ্গে কাজের স্বপ্ন ছিল, তার মতো বড়মাপের তারকার সঙ্গে একই ফ্রেমে কাজ করছি; আমার জন্য অনেক বড় ব্যাপার।
তিনি বলেন, এ ছাড়া আমার অনেক দিনের স্বপ্ন ছিল অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করা, আগে বিভিন্ন সাক্ষাৎকারে এটা নিয়ে কথা বলেছি। ‘তাণ্ডব’ দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো।
নিদ্রা নেহা বলেন, কয়েক দিন মাত্র শুটিং হয়েছে। এই প্রথম এত বড় আয়োজনের সিনেমায় কাজ করছি; খুবই টেনশনে ছিলাম। এখনো টেনশনে আছি। তিনি বলেন, সবসময় মনে হয়, ঠিকঠাকভাবে শেষ করতে পারব তো! এ ছাড়া আমার চরিত্রটি যেহেতু পুরোপুরি অ্যাকশনধর্মী ,অনেক প্রস্তুতিরও ব্যাপার আছে। এখন এসব নিয়েই কাজ করছি।
অভিনেত্রী বলেন, প্রথমবার ঈদে (আজহা) সিনেমা মুক্তি পাবে তাও আবার রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের সিনেমা। আমি এখন থেকেই রোমাঞ্চিত। এ ছাড়া আসিফ চৌধুরীর ‘ফ্যাকড়া’ ওয়েব সিরিজে কাজ করেছি, এটাও কোরবানির ঈদে মুক্তি পাবে। আশা করি, এ দুই কাজ আমার ক্যারিয়ারকে আরও সামনে এগিয়ে নেবে।