Logo
Logo
×

বিনোদন

সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৫:১২ পিএম

সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

ফাইল ছবি

ঢালিউড অভিনেতা ওমর সানী বাজারে সয়াবিন তেলের সংকট নিয়ে কথা বলেছেন। দ্রব্যমূল্য সিন্ডিকেটকারীদের উদ্দেশে তার মন্তব্য ঠিক এরকম, এখনো আপনাদের হারামিপনা কমে নাই।

রোববার দুপুরে ফেসবুক স্ট্যাটাসের তিনি এ কথা লেখেন।

তিনি লিখেছেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।’

ওমর সানী আরও লিখেছেন, ‘দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা কেউ নাই।’

এদিকে সানীর পোস্টের সঙ্গে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। সিন্ডিকেট নিয়ে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘হোক প্রতিবাদসহ গণধোলাই; যেন এ রমজান উপলক্ষে দেশের সমস্ত সিন্ডিকেট ভেঙে চুরমার হয়ে যায়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম