Logo
Logo
×

বিনোদন

স্ত্রীকে নিয়ে পর্দায় আসছেন ইমন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৬ পিএম

স্ত্রীকে নিয়ে পর্দায় আসছেন ইমন

দীর্ঘ ১৭ বছরের অনবদ্য সংসার অভিনেতা মামনুন ইমন ও আয়েশা ইসলামের। ব্যক্তিগত জীবনে ইমন গোপনীয়তা বজায় রাখতেই যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও স্বামী ইমন শোবিজে ব্যস্ত থাকেন, তবুও স্ত্রী আয়েশাকে কখনোই পর্দায় দেখা যায়নি।

তবে এবার প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে এক সঙ্গে কাজ করেছেন দুজনে। বিজ্ঞাপনটির মাধ্যমে প্রথমবার অভিনয়ে নাম লেখালেন নায়কপত্নী আয়েশাও।

২০০৮ সালে আয়েশাকে বিয়ে করার সাত বছর পর বিয়ের খবরটি প্রকাশ পায়। এখন তারা একসঙ্গে প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন। সম্প্রতি এই দম্পতি বিজ্ঞাপনটির শুটিংও সেরেছেন।

ইমন বলেন, এটি একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার জন্য। স্বামী-স্ত্রী মিলে কাজ করেছি। এটিই প্রথমবার, তবে শেষবার কিনা জানিনা। 

নায়ক জানালেন, স্ত্রীর সঙ্গে কাজের জন্য একটি রোমান্টিক গল্পকেই বেছে নিয়েছেন তিনি। এটি দর্শকেরও ভালো লাগবে বলে প্রত্যাশা তার।

অন্যদিকে প্রথমবারের মতো মডেল হওয়া প্রসঙ্গে আয়েশা বলেন, ইমন সাহস জুগিয়েছে তাই কাজটি করতে পারলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে।

খুব শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন মাধ্যমে প্রচার হবে বলে জানিয়েছেন ইমন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম