Logo
Logo
×

আনন্দ নগর

সিনেমা নিয়েই ব্যস্ত মেহজাবীন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনেমা নিয়েই ব্যস্ত মেহজাবীন

ছবি: সংগৃহীত

নাটকের অনেক অভিনেত্রী সিনেমায় অভিনয় শুরু করার আগে ব্যাপক চিন্তাভাবনা করেন। নাটকে জনপ্রিয়তা থাকলেও একটি ভয় কাজ করে, সিনেমার মতো একটি বড় অঙ্গনে টিকতে পারবেন তো! এমন ভাবনা থেকে অনেকেই নিজেকে প্রস্তুত করতে একটু সময় নেন।

নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনও এর বাইরে নন। নাটকেই ব্যস্ত ছিলেন। তবে ক্যারিয়ার শুরুর দেড় দশক পর সিনেমায় এসে সেই ভয় যেন উতরে গেলেন তিনি। প্রথম সিনেমা দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছেন। এরপর দ্বিতীয় সিনেমাও একই পথে হাঁটছে। তবে কোনো সিনেমাই দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি।

এদিক থেকে মেহজাবীনের পরীক্ষা এখনো অনেক বাকি। তবে আন্তর্জাতিকব নানা উৎসবে সিনেমা দুটির অংশগ্রহণকেও খাটো করে দেখার সুযোগ নেই। মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। এটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এরপর ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এদিকে সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসরে প্রদর্শনীর জন্য অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। উৎসবটি চলবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এদিকে এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ স্থান পেয়েছে মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটির ইংরেজি নাম ‘হুইসপারস অব অ্যা থার্স্টি রিভার’।

শুক্রবার কায়রোর অপেরা হাউজে প্রদর্শনী হয় এটি। এতে অংশগ্রহণ করেন মেহজাবীন। তিনি জানিয়েছেন, উৎসবে সিনেমাটির প্রদর্শনী চারটি। এর মধ্যে দুটিতে থাকবেন দর্শক। এছাড়া সাংবাদিক ও বিচারকদের জন্য ১টি করে প্রদর্শনী হবে। প্রতিটির আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেবে ‘প্রিয় মালতী’ টিম।

এ প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আরব বিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের মধ্যে অন্যতম সম্মানজনক এ উৎসবে সিনেমা নির্বাচিত হওয়া অনেক বড় সম্মানের। এ সিনেমার গল্পে অন্য রকম একটি প্লট থাকায় এতে কাজ করেছি। ভালোলাগা তো অবশ্যই আছে। আশা করি, সিনেমাটি দর্শকদের ভাবাবে।’

এদিকে সিনেমা শুরুর পর থেকেই নাটকে অভিনয় করা ছেড়ে দিয়েছেন এ অভিনেত্রী। প্রাধান্য দিচ্ছেন সিনেমাকেই। সেভাবেই পরিকল্পনা করে এগোচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম