অনন্য মামুন
ঢালিউড পরিচালক অনন্য মামুন ‘দরদ’ মুক্তির প্রচারণার অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২১ অক্টোবর ফেসবুক পোস্টে ৫০ ফিট সাইজের কাটআউট লায়ন্স সিনেমাস-এ উন্মুক্ত করার ঘোষণা দেন। বেশ ঢাকঢোল পিটিয়ে ৫০ ফিট সাইজের কাটআউট উন্মুক্ত করার কথা জানালেও বাস্তবে একটা ব্যানার উন্মুক্ত করেছেন ‘দরদ’ নির্মাতা অনন্য মামুন। এ নিয়ে বেজায় চটেছিলেন শাকিবিয়ানরা।
আসছে অনন্য মামুন পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটির একের পর এক চমক প্রকাশের পর আগ্রহ তৈরি হয়েছে দর্শক মনে। বিশেষ করে শাকিব খানের নতুন লুক প্রকাশ্যে আসার সঙ্গে আলোচনায় আছেন ছবির পরিচালকও। আলোচনার পাশাপাশি এ নির্মাতাকে নিয়ে সমালোচনারও কমতি নেই। কারণ এর মধ্যেই নতুন খবর পাওয়া গেছে নির্মাতা অনন্য মামুনকে গ্রেফতার করা হয়েছে।
এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে বিনোদন জগতে। তবে সব ধোঁয়াশা কাটাতে নিজেই এগিয়ে এলেন পরিচালক। তিনি ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’- এর একটি সংবাদের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সঙ্গে জানিয়েছেন— এই খবরটি সম্পূর্ণ ভুয়া।
এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘আমি গ্রেফতার হইনি। কিছু লোক আমার পেছনে লেগেছে। তারা চাইছে না আমি ভালো কিছু করি। তারাই এসব সংবাদ ছড়াচ্ছে।’
অনন্য মামুন তার শেয়ার করা পোস্টে ‘এ রিয়েল ম্যান’ নামের একটি ফেসবুক আইডির স্ক্রিনশট যুক্ত করেছেন। এতে দেখা গেছে পরিচালকের মৃত্যুর কথা লেখা আছে। স্ক্রিনশট দুটি পোস্ট করে অনন্য লিখেছেন—কি ভালোবাসারে বাবা, মৃত মানুষকে আবার জেলে ভরে দিল। আকাশে ভালোবাসার মেঘ জমেছে, যে কোনো সময় হবে গানের ভালোবাসার বৃষ্টি।
প্রসঙ্গত, ২০১০ সালে চিত্রনাট্যকার হিসেবে অনন্য মামুন আলোচনায় আসেন। তার চিত্রনাট্যে ভারতীয় বাংলা ‘ওয়ান্টেড’ সিনেমাটি পরিচালনা করেন রবি কিনাগি। ২০১২ সালে তিনি পরিচালনায় আসেন ‘মোস্ট ওয়ান্টেড’ সিনেমা দিয়ে। ২০১৪ সালে তিনি ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটি পরিচালনা করেন। এরপর বেশ কিছু সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। এর মধ্যে উল্লেখ্য ‘অস্তিত্ব’, ‘তুই শুধু আমার’, ‘আমি তোমার হতে চাই’, ‘ভালোবাসার গল্প’, ‘আবার বসন্ত’, ‘রেডিও’ ও ‘বন্ধন’।
এ ছাড়া সম্প্রতি তার ছবি মেকআপ সেন্সর সার্টিফিকেশন বোর্ড বাতিল করেছে। গত ২৭ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সেখানে ছবিটি নিষিদ্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে— সিনেমা ইন্ডাস্ট্রির মানুষকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। সে কারণে সিনেমাটি প্রদর্শন অযোগ্য বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এটি মূলত সিনেমা জগতের গল্প নিয়ে নির্মিত হয়েছে অনন্য মামুন পরিচালিত সিনেমা 'মেকআপ'। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।