নব্বই দশকের নায়ক ওমর সানী। সেসময় বেশ দাপটের সঙ্গেই পর্দায় কারিশমা দেখিয়ে দর্শকদের পছন্দের নায়ক হয়ে উঠেছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে সুনামের সঙ্গে কাজ করে গেছেন। এখন সিনেমার ব্যস্ততা খুব একটা নেই বললেই চলে। নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত এ অভিনেতা। কয়েক মাস আগে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডেডবডি’। কিন্তু এটি সেভাবে দর্শক টানতে পারেনি। তবে সমালোচকদের কেউ কেউ সিনেমায় সানীর চরিত্রের প্রশংসা করেছেন।
সম্প্রতি ওমর সানীকে পাওয়া যায় বাংলাদেশ ফিল্ম ক্লাবের এক আড্ডায়। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আগে সিনেমা নয়, প্রেক্ষাগৃহ বানাতে হবে। তাহলে ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে। কেননা আগে প্রেক্ষাগৃহ ছিল বেশি। সিনেমা ফ্লপ করলেও টাকা উঠে আসত। এখন হিট হলেও টাকা উঠে আসে না। বেশি বেশি প্রেক্ষাগৃহ থাকলে সেটা সম্ভব হতো!’
তিনি আরও বলেন, ‘মানুষ তো সিনেমা দেখতে চায়। গুলশান, বনানীতে কোনো প্রেক্ষাগৃহ নেই। যদি ২০০ সিটের একটা প্রেক্ষাগৃহও থাকত, মানুষ গিয়ে সিনেমা দেখতে পারত।’ ঢালিউডে কি আদৌ সুদিন ফিরবে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভাঙাগড়ার মধ্যেই চলছে ফিল্ম ইন্ডাস্ট্রি। সুদিন ফিরবে, কিন্তু আমরা দেখে যেতে পারব না।’ কাজের প্রসঙ্গে জানতে চাইলে ওমর সানী বলেন, ‘আমি তো সব সময় কাজ করতে চাই। কিন্তু সিন্ডিকেটের কারণে কাজ করতে পারি না। তবে এখন আশা করি পারব। ওই সিন্ডিকেট ভেঙে গেছে, আমি বিশ্বাস করি সব ঠিক হবে। ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে তার প্রয়োজনে।’
কথা প্রসঙ্গে উঠে আসে চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার কথা। সে প্রসঙ্গে জানতে চাইলে ওমর সানী বলেন, ‘আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আমাদের সঙ্গে অন্যায় করেছে। কিছু সমস্যার কারণে মৌসুমী টাকা ফেরত দিতে পারেনি। কিন্তু আমি বলেছি, ছোট ছোট অ্যামাউন্টে টাকা পরিশোধ করব, তারা মানেনি। তাই এ সমস্যা। সময় হলে এসব নিয়ে বিস্তারিত বলব। আমাদের কাছে সব প্রমাণ আছে।’