Logo
Logo
×

ঢালিউড

‘আগে আমেরিকার অনুষ্ঠানের নাম শুনলেই সবাই লাফ দিতাম’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১০:৪৪ পিএম

‘আগে আমেরিকার অনুষ্ঠানের নাম শুনলেই সবাই লাফ দিতাম’

ফাইল ছবি

ঢালিউড অভিনেতা ওমর সানি নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কথা বলেন। আবার তিনিও সমালোচনার মুখে পড়েন। 

শনিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তারকাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অংশ নেওয়া তারকাদের নিয়ে প্রশ্ন তুলেছেন এই চিত্রনায়ক। ওই সব তারকাকে ‘কাউয়া শিল্পী’ আখ্যা দিয়ে বিষয়টিকে রুচির দুর্ভিক্ষ হিসেবে মন্তব্য করেছেন এই অভিনেতা।

শুক্রবার ওমর সানি লিখেছেন, আগে আমেরিকার অনুষ্ঠানের নাম শুনলেই কম বেশি আমরা সবাই লাফ দিতাম; কিন্তু এখন যে ধরনের দু-একজন কাউয়া শিল্পীকে তারা নিয়ে যাচ্ছে আমরা অবাক হচ্ছি।

তিনি লিখেছেন, রুচির দুর্ভিক্ষ। হায়রে…।

মাঝে-মধ্যেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তারকাদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত প্রবাসী বাংলাদেশিরা এর আয়োজক। এর বাইরে নানাভাবেই হয় আয়োজন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত হয় ‘ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড’। আগামী ১ জুলাই ভার্জিনিয়ার হিন্ড্রন হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড’।

আয়োজক সূত্রে জানা গেছে, জেমস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, তাহসান, মিশা সওদাগর, অমিত হাসান, শারমীন সুলতানা সুমী, সাজু খাদেম, প্রতীক হাসান, পূজা চেরি, কেয়া পায়েল, জায়েদ খানের মতো তারকারা যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানা যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম