সেই পরিচালকের বিরুদ্ধে চিত্রনায়ক রিয়াজের মামলা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৬:০৫ পিএম
![সেই পরিচালকের বিরুদ্ধে চিত্রনায়ক রিয়াজের মামলা](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/04/18/image-666703-1681819518.jpg)
প্রতারণার অভিযোগ আনা পরিচালক হারুনুর রশীদ কাজলের (জ্যাম্বস্ কাজল) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ।
আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ১৩ জুলাই প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
রিয়াজের বিরুদ্ধে গত ১ এপ্রিল ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলেছিলেন এই পরিচালক। তখন রিয়াজ তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন বলে জানিয়েছিলেন। গত রোববার (১৬ এপ্রিল) ঢাকা সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করেন রিয়াজ। পিটিশন মামলা নং ১৬৭/২০২৩।
মামলা দায়েরের পর সোমবার রাতে নায়ক রিয়াজ গণমাধ্যমকে বলেন, যিনি আমাকে নোংরা উপাধি দিয়েছেন আমি মনে করি এগুলোতে আমার সম্মানহানি হয়েছে। শুরুতে বলেছিলাম এসবের বিরুদ্ধে মামলা করব। আমি আমার কথা রেখেছি। আমি সুষ্ঠু বিচারের দাবিতে মামলা করেছি। আদালত আমার মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তভার দিয়েছেন। আইনের প্রতি আমি আস্থাশীল। সত্য মিথ্যা কোনটি কী আদালত রায় দেবেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি হারুন অর শরীদ ওরফে জ্যাম্বস্ কাজল ৩১ মার্চ তার বিরুদ্ধে ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয়, হেনস্থা ও হীন উদ্দেশ্যে মিথ্যা মানহানিকর বক্তব্য দিয়ে একটি পোস্ট দেন।