Logo
Logo
×

ঢালিউড

‘আমাদের চলচ্চিত্র মেধাশূন্য হয়ে পড়েছে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৮:৩৬ পিএম

‘আমাদের চলচ্চিত্র মেধাশূন্য হয়ে পড়েছে’

ফাইল ছবি

৮০ ও ৯০ দশকের বাংলা সিনেমার চিরসবুজ অভিনেতা, প্রযোজক ও পরিচালক আলমগীরের জন্মদিন ছিল ৩ মার্চ। জন্মদিন উপলক্ষ্যে তিনি একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকার দেন। সেখানে আরও উপস্থিত ছিলেন তার মেয়ে আঁখি আলমগীর ও নায়ক রিয়াজ। কথা প্রসঙ্গে আলমগীরের জন্মদিন, পোশাক, চুল ও বাংলাদেশ চলচ্চিত্রের বিষয়টি চলে আসে। 

আঁখি বলেন, ভক্ত হিসেবে আমার একটি চাওয়া- আব্বু কেন এখন আর অভিনয় করে না। এটা আমার একটা কষ্ট ও প্রশ্ন।

প্রশ্নের জবাবে আলমগীর বলেন, আমাদের চলচ্চিত্র এখন মেধাশূন্য হয়ে পড়েছে। 

এ বিষয়ে তিনি আরও বলেন, এখানে তোমার যেমন কষ্ট আছে, কষ্ট আমাদেরও আছে। আমি কিন্তু কথা বলছি আমাদের সময়কার আর্টিস্ট নিয়ে যেমন: পারভেস ভাই আছেন, উজ্জ্বল ভাই আছেন, ববিতা আছেন, রোজিনা আছেন, সাবানা ঠিক আছে সিনেমা ছেড়ে দিয়েছেন; কাজ করবে না। আরও কিছু অভিনেতা রয়েছেন যারা অভিনয় করছেন না এবং সবার মধ্যে কিন্তু একটা কষ্ট আছে। কষ্টটা হলো-আমাদের চলচ্চিত্রে এখন কী আছে। আমি বলি ভালো একজন স্ক্রিপ্ট রাইটার নাই, হাতেগোনা কয়েকজন পরিচালক রয়েছেন মাত্র। কিন্তু তারাও নাই কারণ ভালো প্রডিউসার নাই। 

ফিল্ম টাকা ছাড়া হয় না উল্লেখ করে এই অভিনেতা বলেন, একটি কথায় অনেকেই হয়তো কষ্ট পাবে, অনুদান নিয়ে সিনেমা হয় না। 

আলমগীর বলেন, ভালো একজন ক্যামেরাম্যান নাই। এফডিসিতে সেই ধরনের সুযোগ সুবিধা নেই। কারণ হলো বাইরের ক্যামেরা নিয়ে বাইরে শুটিং করলে যে পয়সায় করা যায়; এফডিসির কস্টিং আরও বেশি। এটা তো ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন। কিন্তু ডেভেলপমেন্টের জন্য এফডিসি আমাদের ছাড় দিতে পারতো; কিন্তু হচ্ছে না; কিন্তু থাক সেসব কথা। 

অভিযোগের সুরে তিনি আরও বলেন, আমাদের আছেটা কি; চলচ্চিত্রে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে শুধু নায়ক বা নায়িকা হলে তো ছবি হবে না। বাকি বাবা-মা, চাচা-চাচি বিভিন্ন ক্যারেক্টারগুলো সেটাকে যদি অলংকার ধরি আর নায়ক নায়িকা যদি পাত্র-পাত্রী ধরি; আমাদের আর্টিস্ট কোথাও নেই। কজন আর্টিস্ট আছে। 

উপস্থাপক বলেন, তবে এখন অনেক কাজ হচ্ছে। চলচ্চিত্রের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমান সময়ে অনেক নতুন কাজ আমরা পাচ্ছি। তার সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম আসছে; সহজ হচ্ছে চলচ্চিত্র বা নতুন কাজগুলো মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে। এ ব্যাপারটি নিয়ে আপনি কী বলবেন?

এ বিষয়ে আলমগীর বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম’ সেটি তো অন্য একটি প্ল্যাটফর্ম; এটা চলচ্চিত্রের প্ল্যাটফর্ম না। আগের চলচ্চিত্র এখন ডিজিটাল হয়েছে। বম্বেতে এখনো চলচ্চিত্র হয়; ওটিটি প্ল্যাটফর্ম আছে, কলকাতায় এখনো চলচ্চিত্র হয়; ওটিটি প্ল্যাটফর্মও আছে। হলিউডেও চলচ্চিত্র হয়; ওটিটি প্ল্যাটফর্ম আছে। আমাদের হয়েছে কি-আমরা চলচ্চিত্রটি ভুলে গিয়ে সবাই ওটিটির পেছনে দৌড়াচ্ছি। আরেকটা জিনিস হলো আমিসহ সবাই মেধাশূন্য হয়ে পড়েছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম