Logo
Logo
×

ঢালিউড

মাহফুজ ও আমার ক্যামিস্ট্রিটা দেখবেন সবাই: বুবলী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৭ পিএম

মাহফুজ ও আমার ক্যামিস্ট্রিটা দেখবেন সবাই: বুবলী

শবনম বুবলী। ফাইল ছবি

‘প্রহেলিকা’ সিনেমার প্রথম গান ‘মেঘের নৌকা’ সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে।  অনেকেই বলছেন, ঢালিউডে চলমান জুটি সংকটে আশার আলো ছড়াল মাহফুজ-বুবলীর এই গান।  মাহফুজ এবং বুবলীও গানটি নিয়ে অনেক কথা বলেছেন। 

গানের বিষয়ে বুবলী বলেন, ‘পর্দায় অভিনয় করার জন্য এরকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। গানটি মাত্রই প্রকাশ হলো। ’

তিনি আরও বলেন, ‘যার মাধ্যমে আমার ও মাহফুজ আহমেদের ক্যামিস্ট্রিটা দেখবেন সবাই। সিনেমা মুক্তির সময় যেমন অস্থির লাগে, এই গানটি প্রকাশের পরও আমার তেমন লাগছে। আমি অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের ফিডব্যাকের।’

‘প্রহেলিকা’ নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ‘মেঘের নৌকা’ গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর দিয়েছেন ইমরান মাহমুদুল। গানে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল। 

গানটির বিষয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না।‘

এই অভিনেতা আরও বলেন, ‘এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। ’

মাহফুজ বলেন, ‘গানটিতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন ভয়ে ভয়ে অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার।’

‘মেঘের নৌকা’র গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘আমি সিনেমায় শেষ গান লিখেছি ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য। এবার লিখলাম ‘প্রহেলিকা’য়। লেখার প্রথম কারণ মাহফুজ আহমেদের ফেরা হচ্ছে এই সিনেমার মাধ্যমে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। ’

আসিফ বলেন, ‘সিনেমার সঙ্গে জড়িত অন্যরাও আমার খুব পছন্দের। তবে মাহফুজ আহমেদ আমাদের সবার কাছেই একটু স্পেশাল। গানটি যথেষ্ট আবেগ আর আন্তরিকতা দিয়ে লেখার চেষ্টা করেছি।’

ইমরান-কোনাল অসম্ভব ভালো গেয়েছে বলেও মনে করেন তিনি। 

কোনাল বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম থেকে বেশি করেছি রোমান্টিক গান। এর মধ্যে বন্ধু ইমরানের সঙ্গেও অনেক গান হয়ে গেল। তবে এই ছোট্ট ক্যারিয়ারে যা গেয়েছি, এর মধ্যে অন্যতম সেরা গান হতে যাচ্ছে ‘মেঘের নৌকা’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম