Logo
Logo
×

বাংলার মুখ

সৈয়দপুরে ইজিবাইকের জন্য চালককে হত্যা করল ২ বন্ধু

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নীলফামারীর সৈয়দপুরে সুমন আহমেদ (২২) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছেন। সুমনের ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ্যে তারই দুই বন্ধু এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। খুনিরা শনিবার রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুঠিরঘাট এলাকায় খুন করে দূরে তার লাশ চিকলী নদীতে ভাসিয়ে দেয়। নিহত সুমন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের সমলাপাড়ার বকুল হোসেনের ছেলে। সুমনের বাবা জানান, সুমন ইজিবাইক চালিয়ে প্রতিদিন সন্ধ্যার পরেই বাড়িতে ফেরে। ওই দিন রাত ৯টার পরেও বাড়িতে না আসায় ফোন করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। চার্জ নেই ভেবে অপেক্ষা করার পর রাত ১১টার দিকে আবারও ফোন করলে মোবাইল বন্ধ পাই। মধ্যরাতে দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ থানা থেকে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, টহল পুলিশের হাতে ইজিবাইকসহ সুমন ও তার বন্ধু আটক রয়েছে। তবে আটক ওই যুবক সুমন কিনা নিশ্চিত করতে আমার সঙ্গে কথা বলতে গিয়ে বুঝতে পারি এটা আমার ছেলে সুমনের কণ্ঠ নয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম