Logo
Logo
×

অপরাধ

অর্ধকোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০৬:০৪ পিএম

অর্ধকোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

রাজধানীর লালবাগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের যৌন উত্তেজক ও মানবদেহের জন্য ক্ষতিকর ১ লাখ ৬৬ পিস ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্ট জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- রায়হানুর রহমান (৩১) ও তাহানান জাওয়াদ (২৪)।

এম জে সোহেল জানান, লালবাগ এলাকায় র‌্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬৬ হাজার পিস অবৈধ বিদেশি যৌন উত্তেজক ও মানব দেহের জন্য ক্ষতিকর ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্ট জব্দ করা হয়। গ্রেফতার করা হয় এ চক্রের দুই সদস্যকে।

তিনি আরও বলেন, গ্রেফতাররা পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধ বিদেশি যৌন বর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন ওষুধ কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুত করে রাখত। পরবর্তীতে দেশের বিভিন্ন এলাকায় ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম