রড পড়ে পথচারীর মৃত্যু, দুই দিনেও গ্রেফতার হয়নি কেউ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পিএম
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ রোড এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের রড পড়ে পথচারী এসএম হাসানের মৃত্যুর ঘটনায় মামলার দুদিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রোববার মৃত হাসানের স্ত্রীর বড় ভাই সেলিম উদ্দিন মোহাম্মদপুর থানায় মামলাটি করেছেন। মামলায় ঢাকা মহানগর পুলিশের এক পরিদর্শক ও সাত মসজিদ হাউজিংয়ের সেক্রেটারি সোহেলসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৫০-৫৫ জনকে আসামি করা হয়েছে।
মোহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন সোমবার সন্ধ্যায় জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আসামিদের কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ তাদের ধরতে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালাচ্ছে। শিগগিরই তাদের ধরা সম্ভব হবে বলে জানান তিনি।
মামলার বাদী সেলিম উদ্দিন জানান, থানা থেকে পুলিশের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। কেউ গ্রেফতার হয়েছে কি-না, সেটিও জানানো হয়নি।