Logo
Logo
×

অপরাধ

গ্যাং আধিপত্যের দ্বন্দ্বে পল্ল­বীতে খুন হন ফয়সাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১০:৪৪ পিএম

গ্যাং আধিপত্যের দ্বন্দ্বে পল্ল­বীতে খুন হন ফয়সাল

রাজধানীর পল্ল­বীতে মাদক ও গ্যাং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হয়েছেন ফয়সাল নামে এক তরুণ। এ ঘটনায় ছুরিকাঘাতে রানা ওরফে রানু নামের আরেক তরুণ চিকিৎসাধীন রয়েছেন। ফয়সাল হত্যা মামলায় ঢাকার বিভিন্ন এলাকা, পটুয়াখালী ও নেত্রকোনায় অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাং’-এর ১০ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

শুক্রবার রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

হারুন অর রশীদ জানান, পল্ল­বীতে ফয়সালের নিহতের ঘটনা তদন্তে জানা যায়, ১৫ মার্চ পেপার সানী গ্রুপের সদস্য মো. শাহিন ও তার বোন তানজিলার সঙ্গে ফয়সাল ও রানা ওরফে রানুর মারামারি হয়। পরে পেপার সানী গ্রুপের সদস্য শাহিন ওরফে নাডা শাহিন প্রতিশোধ নিতে সায়মুন গ্রুপের রাব্বী ওরফে গালকাটা রাব্বীকে জানায়। পর দিন ফয়সাল ও তার বন্ধু রানা আরও দুই বন্ধুসহ রিকশায় করে বাসায় ফেরার পথে চাপাতি, তলোয়ার, রামদা, সুইচ গিয়ার চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফয়সালকে আহত করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বন্ধু রানা আশঙ্কাজনক অবস্থায় এখনো চিকিৎসাধীন।

ডিবিপ্রধান বলেন, এ ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।

ফয়সাল হত্যায় জড়িতদের গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন ডিবির মিরপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদ হাসান। তিনি বলেন, পল্ল­বী এলাকায় একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এ ঘটনা ছাড়াও অতীতেও কিশোর গ্যাং সদস্যরা বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। জড়িতদের ধরতে আমাদের অভিযান চলছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম