ঢাকার প্রবেশপথে সহিংসতা: ১৫ মামলার ছায়া তদন্তে ডিবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ১০:৫৫ পিএম
ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় হওয়া ১৫ মামলার ছায়া তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবারের ওই জ্বালাও-পোড়াও-ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আরও যারা জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে মঙ্গলবার যুগান্তরকে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি জানান, মামলাগুলো ডিবিতে হস্তান্তর হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যমে খবর বের হলেও তা সত্য নয়। আনুষ্ঠানিকভাবে এখনো সংশ্লিষ্ট থানাগুলোই এসবের তদন্ত করছে। আমরা কেবল ছায়া তদন্ত করছি।
জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার যুগান্তরকে বলেন, রাজনৈতিক সহিংতার মামলগুলোর তদন্ত চলছে। বলার মতো নতুন কোনো আপডেট নেই।
দারুসসালাম থানার ওসি আমিনুল বাসার বলেন, ঘটনাস্থল থেকে যাদের গ্রেফতার করেছিলাম, মামলায় মূলত তাদেরই আসামি করা হয়। এর বাইরে আরও যারা জড়িত আছে তাদের শনাক্তে চেষ্টা চলছে।
একই তথ্য জানিয়ে যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম বলেন, তদন্ত চলমান। এখনো পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি নেই।