Logo
Logo
×

অপরাধ

ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামিরা যেকোনো সময় গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৯:৪৫ পিএম

ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামিরা যেকোনো সময় গ্রেফতার

ছিনতাইয়ের পর উদ্ধার হওয়া ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা তুরাগ থানায় হিসাব করা হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলার আসামিদের অবস্থান সিলেটে। যেকোনো সময় তারা গ্রেফতার হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে এ তথ্য জানিয়েছে। 

ঘটনার ১০ ঘণ্টার মধ্যে টাকার তিনটি ট্রাংক উদ্ধার করে ডিবি। প্রাথমিকভাবে সংস্থাটি জানায়, গণনার পরই প্রকৃত হিসাব জানা যাবে।

অন্যদিকে মামলার এজাহারে কোনো উদ্ধার দেখানো হয়নি। 

এদিকে টাকা ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার দিনগত রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। মামলায় টাকা উদ্ধারের বিষয়টি উলে­খ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম বলেন, মামলা আগে করা হয়েছিল। পরে টাকা উদ্ধার হয়। এ কারণে টাকার বিষয়টি মামলায় উলে­খ করা হয়নি। তিনি বলেন, এ মামলায় আমরা এখনো কোনো আসামি গ্রেফতার করতে পারিনি। তবে আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে ফিল্মি স্টাইলে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ধরতে তাৎক্ষণিক অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম