
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পিএম
পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট, লাহোরের রাজকীয় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:৫৯ এএম

আরও পড়ুন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম ম্যাচেই নেমেই আলো ছড়ালেন রিশাদ হোসেন। ঘূর্ণি জাদুতে ৩ উইকেট শিকার করে লাহোর কালান্দার্সের জয়ে বড় অবদান রেখেছেন রিশাদ।
রাওয়ালপিণ্ডিতে লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ।
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৭৯ রানের বড় জয় পেয়েছে রিশাদের দল লাহোর কালান্দার্স।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে লাহোরকে ব্যাটিংয়ে পাঠায় কোয়েটা। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে লাহোর। ৩৯ বলে ৬৭ রান করেন ফখর জামান। এছাড়া ১৯ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত ছিলেন স্যাম বিলিংস।
প্রসঙ্গত, এবারের পিএসএলে ড্রাফট থেকে রিশাদ ছাড়াও দল পেয়েছেন লিটন দাস এবং নাহিদ রানা। টাইগার ওপেনার লিটন খেলবেন করাচি কিংস দলে। আর স্পিড স্টার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে বাবর আজমের দল পেশওয়ার জালমি।
পুরো সময়ের জন্যই রিশাদ-লিটনকে এনওসি বা ছাড়পত্র দিয়েছে বিসিবি। ফলে দুজনেই থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে। অন্যদিকে, একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যাবেন নাহিদ রানা। তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন না। আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া এই পেসার।