
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পিএম
‘ধোনির কাছে জাদুর কাঠি নেই’ চেন্নাইয়ের টানা হার নিয়ে ফ্লেমিং

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম
-67fbdffdaeeb5.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের একমাত্র জয়টা এসেছিল নিজেদের প্রথম ম্যাচে। এরপর থেকে টানা হেরে চলেছে আইপিএলের অন্যতম সফল দল। ৬ ম্যাচে ৫ হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান তাদের। এই অবস্থায় প্রশ্ন উঠেছে ধোনি ম্যাজিকের কার্যকারিতা নিয়ে। তাহলে কি ক্যারিয়ারের পড়ন্ত বেলায় কাজে আসছে না ধোনি ম্যাজিক?
চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং এমন প্রশ্নে সোজা জানিয়ে দিয়েছেন, ধোনির কাছে কোনো জাদুর কাঠি নেই। সে জ্যোতিষী নয়। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে নামার আগে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ফ্লেমিং।
আইপিএলে নিজেদের সবশেষ ম্যাচে কলকাতার বিপক্ষে মাত্র ১০৩ রান করতে পেয়েছে চেন্নাই। কলকাতা সেই টার্গেট টপকে গেছে ৮ উইকেট ও ৫৯ বল হাতে রেখে। তাতে করে লজ্জায় পড়েছে ধোনির চেন্নাই। সমালোচিত হতে হচ্ছে ধোনিকে। অনেকেই প্রশ্ন তুলেছেন ৪৩ বছর বয়সেও কেন খেলানো হচ্ছে ধোনিকে।
ধোনি ম্যাজিক নিয়ে ফ্লেমিং বলেন, ‘দলে তার (ধোনির) প্রভাব সর্বদাই লক্ষণীয় থাকবে। কিন্তু সে জ্যোতিষী নয়, তার কাছে কোন জাদুর কাঠি নেই। সে শুধু একা এটাকে ঘষতে পারে না, যদি পারত তাহলে সে আগেই এটা বের করে আনত।’
টানা হারে বিপর্যস্ত কোচ আরও বলেন, ‘এটা এমন একটা পরিস্থিতি যেখানে আমরা ধোনির সঙ্গে মিলে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করেছি। আমারা উভয়ই ক্রিকেট ক্যারিয়ারে এমন পরিস্থিতিতে পড়েছি যেখানে ঘুরে দাঁড়াতে প্রচুর শক্তির প্রয়োজন হয় এবং আমাদের নিশ্চিত করতে হবে যে শক্তিটি সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে।’
এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় সম্পর্কে ফ্লেমিং বলেন, ‘আমাদের অবশ্যই ছোট ছোট ধাপে এগিয়ে যেতে হবে। তিনটি বিভাগেই আরও ভালো হওয়ার জন্য কাজ চালিয়ে যেতে হবে। তারপরে আপনি প্রতিযোগিতা শুরু করবেন। আমি মনে করি বিশেষ করে শেষ খেলায় হতাশাজনক দিকটি ছিল আমাদের প্রতিযোগিতার অভাব ছিল যা আমাকে অনেক কষ্ট দিয়েছে। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান হয়েছে। আমাদের কী করা উচিত তা নিয়েও কাজ হয়েছে। এটি গুরুত্বপূর্ণ যে আমরা এমন একটি পারফরম্যান্স উপস্থাপন করি যা আমাদের গর্বিত ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করে।’