
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:২২ পিএম
২৭ কোটি পারিশ্রমিক পাওয়া পান্ত তিন ম্যাচে ২৭ রানও করতে পারেননি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম

রিশাভ পান্ত
প্রত্যাশার চাপেই কি তবে ভেঙে পড়েছেন রিশাভ পান্ত? এই প্রশ্ন এখন তুলতেই হচ্ছে। আইপিএলে মেগা নিলামে পান্তকে পেতে ২৭ কোটি রুপি খরচ করেছিল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। কিন্তু রেকর্ড পারিশ্রমিক পাওয়া এই ক্রিকেটার এখন ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন।
লক্ষ্ণৌয়ের জার্সিতে নিজের প্রথম তিন ম্যাচে সাকুল্যে ১৭ রান এসেছে পান্তের ব্যাটে। যা তার নাম বা পারিশ্রমিক কোনোটার প্রতি-ই সুবিচার করতে পারছে না।
এদিকে আইপিএল শুরুর আগে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পান্ত বলেছিলেন, নিলামে তাকে পাঞ্জাব কিংস কিনে ফেলে কি না তা নিয়ে নাকি দুশ্চিন্তায় ছিলেন। গতকাল (মঙ্গলবার) লক্ষ্ণৌকে হারিয়ে পান্তকে পাল্টা জবাবটা দিলো শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব।
গতরাতে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ৫ বলে মাত্র ২ রান করে ম্যাক্সওয়েলের বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে বসেন পান্ত। লক্ষ্ণৌ অধিনায়ক এর আগে প্রথম দুই ম্যাচে করেন যথাক্রমে ৬ বলে ০ ও ১৫ বলে ১৫। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই ক্রিকেটারের তিন ম্যাচে রানের গড় মাত্র ৫.৬৬। স্ট্রাইকরেটও যাচ্ছেতাই ২৬ বলে করেছেন ১৭ রান।
পাঞ্জাবের বিপক্ষে ব্যর্থতার পর তাকে কাঠগড়ায় তুলছেন নেটিজেনরা। টুর্নামেন্ট শুরুর আগে যে পাঞ্জাবকে নিয়ে একটি বেফাঁস মন্তব্য করে বসেছেন তিনি। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে পান্ত বলেছিলেন, ‘আমার একটাই টেনশন ছিল, সেটা হলো পাঞ্জাব (হাসি)। ওদের কাছে সবচেয়ে (ওই মুহূর্তে ১১২ কোটি রুপি) বেশি টাকা ছিল। যখন শ্রেয়াসকে (আইয়ার) তারা কিনে নেয়, তখনই আমার মনে হচ্ছিল আমি লক্ষ্ণৌতে আসতে পারব। একটা সম্ভাবনা ছিল। কিন্তু নিলামের ক্ষেত্রে আপনি আগে থেকে কিছুই বলতে পারেন না। আমি ভাবছিলাম আরেকটু অপেক্ষা করে দেখি। (দুশ্চিন্তায়) নিজের আঙুল ক্রস দিয়ে রেখেছিলাম।’
পান্তের সেই মন্তব্যের জবাব দেওয়ার মোক্ষম সুযোগ পেয়ে পাঞ্জাব নিজেদের অধিনায়ক আইয়ারের একটি ভিডিও সংযুক্ত করে এক টুইট বার্তায় লিখেছে, ‘টেনশন তো নিলামেই শেষ হয়ে গেছে।’
এক লাইনের সেই মন্তব্যটিকে লুফে নিয়েছে নেটিজেনদের একটি অংশ। একজন লিখেছেন, ‘ওরা (পাঞ্জাব) এই দিনটার জন্য অপেক্ষা করছিল, যাতে পান্তকে ট্রোল করতে পারে। এটাই তার প্রাপ্য।’ আরেকজনের ভাষ্য– ‘অবশেষে ওই মন্তব্যের জন্য পান্তকে ট্রল করল পাঞ্জাব কিংস। কতদিন ধরে আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম।’
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন