
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:২৩ পিএম
পাঞ্জাবের কাছে পাত্তাই পেল না লক্ষ্ণৌ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১২:১৭ এএম
-67ec2d9edff24.jpg)
ছবি: সংগৃহীত
ম্যাচ জিততে পাঞ্জাবকে ১৭২ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে শেষ পর্যন্ত সেই টার্গেটকে মামুলি বানিয়ে জয় তুলেছে পাঞ্জাব। দলটি ম্যাচ জিতেছে ২২ বল ও ৮ উইকেট হাতে রেখে।
লক্ষ্ণৌর ১৭১ তাড়া করতে নেমে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩০ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তবে সেই পথটা তৈরি করে রেখে গিয়েছিলেন ওপেনার প্রভসিমরান সিং। ২৩ বলে তুলে নেন ফিফটি। পাওয়ার প্লেতে পাঞ্জাবের তোলা ৬২ রানের ৪৫ রানই তার। শেষ পর্যন্ত ৩৪ বলে ৬৯ করা প্রভসিমরানকে থামান আয়ুশ বাদোনি ও রবি রবি বিঞ্চয় সীমানায় দারুণ ক্যাচ নিয়ে। তবে তাতে পাঞ্জাবকে থামানো যায়নি।
এদিন ঘরের মাঠ একানা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে চাপে পড়েছে লক্ষ্ণৌ। পাওয়ার প্লের প্রথম ৬ ওভার শেষে তাদের স্কোর ৩ উইকেটে ৩৯। প্রথম ওভারেই মিচেল মার্শকে শূন্য রানে ফেরান অর্শদীপ সিং। ১৮ বলে ২৮ করা এইডেন মার্করামকে চতুর্থ ওভারে ফেরান লকি ফার্গুসন। লক্ষ্ণৌ এগিয়েছে চতুর্থ উইকেটে নিকোলাস পুরানের সঙ্গে বাদোনির ৪০ বলে ৫৪ রানের জুটিতে। ৩০ বলে ৪৪ রান করা পুরান আউট হওয়ার পর পঞ্চম উইকেটে ডেভিড মিলারের সঙ্গে ২৬ বলে ৩০ ও ষষ্ঠ উইকেটে সামাদের সঙ্গে ২১ বলে ৪৭ রানের জুটি গড়েন বাদোনি। ৩৩ বলে ৪১ রান করেন বাদোনি। সামাদের ব্যাট থেকে ১২ বলে ২৭।
এনিয়ে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো পাঞ্জাব। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ছয়ে লক্ষ্ণৌ।